Saturday, August 23, 2025

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের, শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ

Date:

দীর্ঘ টালবাহানার পর অবশেষে কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের(Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে ৪ সিট জমা দিল দিল্লি পুলিশ। বিশ্বজয়ী কুস্তিগীরদের আন্দোলনের কাছে মাথানত করে অবশেষে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তা-সহ বেশ কয়েকটি ধারার উল্লেখ করে এই চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ(Delhi Police)। যদিও পকসোর আওতায় থাকা অভিযোগ খারিজ করার সুপারিশ করেছে পুলিশ।

কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় ব্রিজ ভূষণের বিরুদ্ধে ১৫ জুনের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লি পুলিশকে। বৃহস্পতিবার চার্জশিট প্রকাশ করে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তার মতো অভিযোগ। এছাড়াও ‘স্টকিং’ বা মহিলা কুস্তিগিরদের পিছু নেওয়ারও অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে একাধিক অভিযোগ আনা হয়েছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।

তবে একাধিক ধারা অভিযোগ দায়ের হলেও পকসো আইনে ব্রিজভূষণের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করেছে পুলিশ। এক নাবালিকা কুস্তিগীরের বয়ানের ভিত্তিতে এই আইনে অভিযোগ দায়ের করে তদন্ত করছিল পুলিশ। তবে তদন্ত চলাকালীন বয়ান পাল্টে ফেলেন নাবালিকার বাবা। যার ভিত্তিতে পরে সেই অভিযোগ খারিজ করে পুলিশ। তবে এই অভিযোগ আদেও খারিজ হবে কিনা আগামী ৪ জুলাই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version