Sunday, May 4, 2025

কলকাতা উইমেন্স কলেজ ও অটি.জম সোসাইটির উদ্যোগে অটি.জম ডিস.অর্ডার নিয়ে বিশেষ অনুষ্ঠান!

Date:

শারীরিক বা মানসিক কোনও সমস্যা কখনও মানুষকে পিছিয়ে দিতে পারে না। ইচ্ছেশক্তির জোরে আর বিজ্ঞানের প্রতিমুহূর্তের উন্নতির সুবিধা নিয়ে আজ আর কোনও বাধাই জীবনের গতিপথকে রুদ্ধ করতে সক্ষম হয় না। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (Autism Spectrum Disorder) তেমনই এক সমস্যা যা এক শিশুকে অন্য চার পাঁচ জনের থেকে আলাদা করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে নিউরোডেভেলপমেন্টাল অস্বাভাবিকতা (Neurodevelopmental abnormalities) বলা হয়। অটিজমে (autism) আক্রান্ত শিশুরা অন্য শিশুদের মতো সহজে সকলের সঙ্গে মিশে যেতে বা সবার সঙ্গে সামাজিক যোগাযোগ স্থাপনে দক্ষ হয়ে উঠতে পারেন না। তবে এই বিষয় সম্পর্কে অনেকের মনে ভ্রান্ত ধারণা রয়েছে। মানুষের কাছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) সম্পর্কিত সঠিক তথ্য তুলে ধরতে কলকাতা উইমেন্স কলেজ (Women’s College Calcutta) ও পশ্চিমবঙ্গ অটি.জম সোসাইটির (Autism Society West Bengal) উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বুধবার অর্থাৎ ১৪ জুন দুপুর দুটোয় অনুষ্ঠিত হয়। অটিজম সোসাইটি, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় কলেজের প্রশাসনিক বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অটিজম সম্পর্কে প্রাথমিক শনাক্তকরণ এবং ব্যবস্থাপনা সম্পর্কে মেয়েদের সচেতন করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল। কলেজের অধ্যক্ষা ডঃ অনুপমা চৌধুরীর (Anupama Chaudhary) নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডঃ রূপালী সেন, NILH বনহুগলী, ডঃ ইন্দ্রাণী বসু, ডঃ মিতু দে এবং অটিজম সোসাইটির তরফ থেকে পিয়ালী চক্রবর্তী (Piyali Chakraborty)। অনুষ্ঠানটির সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন ছিলেন কলেজের প্রশাসনিক বিভাগের হিমাংশু চক্রবর্তী। শিক্ষার্থীদের কাছে এই অনুষ্ঠান এতটাই পছন্দের হয়ে ওঠে যে এমন আয়োজন বারবার করার জন্য অনুরোধ আসতে থাকে অধ্যক্ষার কাছে। অটিজমে আক্রান্ত শিশুরাও যে সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতে পারে, মূলত এই ভাবনাকেই উপস্থিত প্রত্যেকের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা হয়।

মনে রাখতে হবে যখন একটি শিশু সঠিকভাবে কথা বলতে পারে না বা কোনও প্রশ্ন জিজ্ঞাসা করার সময় উত্তর দিতে অক্ষম হয়। অথবা একই জিনিসের পুনরাবৃত্তি করার প্রবণতা দেখায়, তখন চিকিৎসক অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সন্দেহ করতে পারেন। সাধারণত, অটিজমে আক্রান্ত শিশুরা অন্যদের সঙ্গে চোখের মাধ্যমে যোগাযোগ করতে অক্ষম এবং নতুন মানুষের সঙ্গে সহজে মিশতে এদের সমস্যা হয়। কলকাতা উইমেন্স কলেজের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে এই বিষয়ে আগামী প্রজন্মকে সতর্ক থাকার পাশাপাশি আর চার পাঁচ জনের মতোই অটিজিমে আক্রান্ত শিশুদের দিকে দৃষ্টিভঙ্গি দেওয়ার কথা বলা হয়।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version