Sunday, May 4, 2025

মনোনয়ন পেশে বিক্ষিপ্ত অশা.ন্তিতে জড়িত নয় তৃণমূল: স্পষ্ট জানালেন মমতা, দুষলেন ISF-কে

Date:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। মোটের উপর শান্তিতে মনোনয়ন জমার কাজ চললেও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তবে কোনও ঘটনার সঙ্গে তৃণমূল (TMC) জড়িত নয় বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন, ডায়মন্ড হারবারে একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ইসলামপুর ও চোপড়ায় যে ঘটনা ঘটেছে তার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। ভাঙড়ের ঘটনা নিয়ে বিরোধী আইএসএফের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে মমতা স্পষ্ট জানিয়েছেন, এলাকায় উস্কানি দিয়ে অশান্তি ছড়াচ্ছেন আইএসএফ বিধায়ক। একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারলে, তাদের লক্ষাধিক মনোনয়ন জমা পড়ল কী করে!

বাম আমলে পঞ্চায়েত নির্বাচনে বহু মৃত্যু হয়েছে বলে এদিন অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। বলেন, “ইসলামপুর ও চোপড়ায় যা হয়েছে, তার সাথে পার্টি কোনওভাবে যুক্ত নেই। যারা করেছে তাদের আমরা টিকিট দিইনি। কাল পর্যন্ত তারা টিকিট চেয়েছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট নই বলে তাদের আমরা টিকিট দিইনি। ইসলামপুর ও চোপড়ার ঘটনায় পার্টি কোনওভাবে যুক্ত নয়। আমি পুলিশকে বলে দিয়েছি কড়া ব্যবস্থা নিতে।“

ভাঙড়ের অশান্তির জন্য সামগ্রিকভাবে আইএসএফকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। এদিন ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে নাম না করে মমতা বলেন, “ভাঙড়ে একটা দল নতুন জিতেছে। তারাই পরশুদিন ওখানে গন্ডগোল, লুঠপাট করেছে, আগুন লাগানো শুরু করেছে।“ তৃণমূল সুপ্রিমোর কথায়, “গতকাল বুধবার তৃণমূলের পক্ষ থেকে তার প্রতিবাদ, প্রতিরোধ হয়েছিল। তবে শুরুটা করেছিল ওরা।”

 

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভাঙড়ের সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে বিপথে চালনা করা হচ্ছে। নাম না করলেও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকেই দায়ী করেছেন মমতা। অশান্তি আটকাতে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version