Friday, August 22, 2025

ইচ্ছেমতো পাঠ্যসূচি বদল: NCERT ছাড়তে চাইলেন আরও ৩৩ শিক্ষাবিদ

Date:

একতরফা ভাবে নিজেদের ইচ্ছেমতো বদলে দেওয়া হচ্ছে পাঠ্যসূচী। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন থেকে জীববিদ্যা বাদ যাচ্ছে না কিছুই। এক শ্রেণির গেরুয়াকরণের ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে পড়ুয়াদের(Student)। এরই প্রতিবাদে চিঠি লিখলেন এনসিইআরটি(NCERT) (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা রাষ্ট্রীয় শিক্ষা অনুসন্ধান এবং প্রশিক্ষণ পরিষদ) অনুমোদিত বিভিন্ন পাঠ্যপুস্তকের ৩৩ জন লেখক। আর ওই চিঠিতে ‘পাঠ্যপুস্তক উন্নয়ন কমিটি’ থেকে তাঁদের বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি কেন্দ্রের এই একতরফা পাঠ্যসূচি বদলের ঘটনায় ইতিমধ্যেই তিব্র প্রতিবাদ জানিয়ে ২০০৫-০৭ সালের মধ্যে প্রকাশিত পাঠ্যপুস্তকগুলির প্রধান উপদেষ্টা যোগেন্দ্র যাদব এবং সুহাস পালসিকর চিঠি লিখে তাঁদের সরিয়ে দেওয়ার অনুরধ জানান। এরপরই বিভিন্ন অধ্যায়ের ৩৩ জন শিক্ষাবিদ এনসিইআরটির ডিরেক্টর ডিপি সাকলানিকে চিঠি লিখে জানান, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা না করেই এনসিইআরটি একতরফা ভাবে পাঠ্যপুস্তকগুলির পাঠ্যক্রমের পরিবর্তন ঘটাচ্ছে। এর ফলে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যসূচি তৈরিতে আমাদের সৃজনশীল সম্মিলিত প্রচেষ্টা ঝুঁকির মধ্যে পড়েছে।”

প্রসঙ্গত, এনসিইআরটির নির্দেশিকা মেনে গত কয়েক মাসে পরিবর্তন ঘটেছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে। কোনও শ্রেণিতে মোগল যুগ বাদ পড়েছে। কোথাও ডারউইনের বিবর্তনবাদ। কোথাও নারী আন্দোলনের ইতিহাস। কোথাও বা ভারতের সামাজিক বৈষম্য। এরই মাঝে আবার বাদ দেওয়া হয় গণতন্ত্রের অধ্যায়। বার বার এই ধরনের ঘটনায় শিক্ষামহল এবং শিক্ষায় আগ্রহী মহল, সর্বত্রই এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, বিজেপি মূলত তাদের সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থ এবং দৃষ্টিকোণ থেকেই ছেঁটে ফেলার বিষয়গুলি ঠিক করছে। এরই প্রতিবাদে এবার চিঠি লিখলেন ৩৩ শিক্ষাবিদ।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version