Tuesday, November 11, 2025

লোডশেডিং বিধায়কে অনাস্থা, পঞ্চায়েতে নন্দীগ্রামে বিরাট জয় তৃণমূলের, দাবি কুণালের

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে লোডশেডিং করে জিতেছিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। সেই বিতর্কিত ফলাফল এখন বিচারাধীন। পঞ্চায়েতে তাই শুভেন্দুকে কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দেওয়ার জন্য তৈরি শাসক দল তৃণমূল (TMC)। নন্দীগ্রামের মানুষও ভরসা হারিয়েছেন শুভেন্দুর উপরে। নন্দীগ্রামের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) গলায়।

নন্দীগ্রামে একদিকে গেরুয়া শিবিরের অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে একের পর এক নির্দল প্রার্থী। অন্যদিকে, কুণাল নিপুণ দক্ষতায় তৃণমূলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ মিটিয়ে ঘাসফুল শিবিরকে সুখের সংসারে পরিণত করেছেন। আর সেই জায়গা থেকে জেলা পরিষদের ১৭টি আসনের মধ্যে কমপক্ষে ১৫টি আসনে জয় দেখছেন।
নন্দীগ্রাম জমি আন্দোলনের নেতা শেখ সুফিয়ানের প্রার্থী পদ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই বিষয়টিও মিটিয়ে দেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে বিকল্প প্রার্থী ঘোষণা করেন কুণাল। তবে সুফিয়ান তৃণমূল পরিবারের সদস্য বলেও জানান তিনি। দু’একটি জায়গায় নির্দল নিয়ে সমস্যা থাকলেও দ্রুত তা মিটে যাবে বলেই জানান কুণাল ঘোষ। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সাড়া দিয়ে তৃণমূলের প্রতীককেই ভোট দেবেন।

অন্যদিকে, বিপুল উৎসাহ ও উদ্দীপনায় পূর্ব মেদিনীপুরজুড়ে শেষদিনে মনোনয়ন পত্র পেশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এই জেলার ত্রিস্তর পঞ্চায়েতের একশো শতাংশ আসনেই প্রার্থী দিল তৃণমূল। দল বেধে মনোনয়ন পেশ করে বেরিয়ে এসে এদিন বিকেলেই আবীর খেলায় মেতে উঠেন প্রার্থীরা। নির্বাচনের আগে জেলায় সংঘবদ্ধ গোটা দল, এমনই বার্তা দিলেন দলীয় কর্মী, সমর্থকরা। মনোনয়ন পেশের পর স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নন্দীগ্রাম ব্লক ১-এর দশটি আসনের মধ্যে ৭-৮টি আসনে, নন্দীগ্রাম ব্লক ২-এর সাতটি আসনের মধ্যে ৪-৫টি আসনেই জয়ী হবে দল।

এদিন মনোনয়ন পেশের পর নন্দীগ্রামের পার্টি অফিসে জমায়েত হন প্রার্থী ও তাঁদের সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। তিনি প্রার্থীদের অভিনন্দন জানান। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির পাশাপাশি নন্দীগ্রাম থেকে জেলা পরিষদের আসনেও এদিন মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থীরা। মনোনয়ন পেশ করে আত্মবিশ্বাসী প্রার্থীদের দাবি, জেলা পরিষদেও বিপুল ভোটে জয়ী হবেন তাঁরা।

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...