Sunday, November 9, 2025

মঙ্গোলিয়া ও ভানুয়াতুকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে নামছে সুনীল ছেত্রীরা। প্রতিপক্ষ লেবানন। প্রতিযোগিতার সব থেকে ভাল দল তারা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে রয়েছে লেবানন। ভারতের বর্তমান র‍্যাঙ্কিং ১০১। লেবাননকে হারাতে পারলে র‍্যাঙ্কিংয়ে প্রথম একশোয় চলে আসবে ইগর স্টিমাচের ভারত। বড় কোনও অঘটন না ঘটলে ফাইনালে এই দুই দলই মুখোমুখি হবে। তাই বৃহস্পতিবারের ম্যাচ ফাইনালেরই ড্রেস রিহার্সাল।

স্টিমাচের দলেরও আসল পরীক্ষা এই ম্যাচে।
চলতি টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ জিতলেও দলের গোল নষ্টের বহরে খুশি নন স্টিমাচ। লেবাননের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলতে নামার আগে সুনীলদের কোচ বলেন, “আগের ম্যাচে লেবানন খুব একটা ভাল খেলতে পারেনি। বিকেল চারটের গরমে খেলতে হয়েছে ওদের। ওদের কাছে পরিস্থিতি খুব কঠিন ছিল। কিন্তু আমাদের জন্য এই ম্যাচটা কঠিন হবে। ওদের বেশ কয়েকজন উঁচু মানের ফুটবলার রয়েছে। তবে ওদেরও দুর্বলতা রয়েছে। আমরা সেটা দেখেওছি। একটা ভাল ম্যাচের অপেক্ষায় রয়েছি।”

স্টিমাচ আরও বলেন, “ম্যাচে শুরুতেই গোল তুলে নিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে হবে। না হলে যত সময় গড়াবে পরিস্থিতি কঠিন হবে। আমরা লেবানন-মঙ্গোলিয়া ম্যাচে দেখেছি কী হয়েছে।”

ভানুয়াতুর বিরুদ্ধে দেশের হয়ে ৫০তম ম্যাচ খেলা সন্দেশ ঝিঙ্গান এই ম‍্যাচ নিয়ে বলেন, “লেবানন এশিয়ান কাপ খেলবে। তাই একটা ধারণা পাওয়া যাবে এই ম্যাচ থেকে।”

আরও পড়ুন:ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের, শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ


 

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version