Saturday, January 10, 2026

কাকদ্বীপে একমঞ্চে মমতা-অভিষেক, পঞ্চায়েতের আগে কী বার্তা? নজর রাজ্যবাসীর

Date:

Share post:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে প্রথমে মালদা ও তারপর শালবনীতে একমঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee)। দীর্ঘদিন পর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এবার কাকদ্বীপে(Kakdwip) একমঞ্চে উপস্থিত হতে চলেছেন তৃণমূলের(TMC) দুই শীর্ষ নেতৃত্ব। আসন্ন নির্বাচনকে মাথায় রেখে তাঁরা কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যের।

পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে গোটা রাজ্যে। এদিকে গোটা রাজ্যজুড়ে চলতে থাকা তৃণমূলের নবজোয়ার কর্মসূচিও শেষ পর্যায়ে। জানা গিয়েছে, কাকদ্বীপে শেষ হবে এই নবজোয়ার কর্মসূচি। শুক্রবার এই কর্মসূচির শেষ দিনে কাকদ্বীপে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী। এখান থেকেই সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের নতুন বার্তা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে দলনেত্রী কী বার্তা দেন সেদিকে নজর রাখবে গোটা রাজ্যের। এই অনুস্থান সেরে সেদিনই কলকাতা ফিরবেন তৃণমূল নেত্রী। কাকদ্বীপের এই সভা শেষে শনিবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের নির্বাচন কমিটির বৈঠক করবেন মমতা–অভিষেক। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ওই বৈঠকে ডাকা হয়েছে কমিটির সদস্যদের।

উল্লেখ্য, গত দু’‌মাস ধরে তৃণমূলের জনসংযোগ কর্মসুচিতে প্রত্যেকটি জেলায় ঘুরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হয়েছিল। তারপর একে একে রাজ্যের সব জেলায় তিনি জনসংযোগ থেকে রোড–শো এবং জনসভা করেছেন অভিষেক। মানুষের ঘরে গিয়ে সমস্যার কথা শুনেছেন। আর তৈরি করেছেন স্বচ্ছ প্রার্থী তালিকা। যার উপর ভিত্তি করে হয়েছে মনোনয়ন–পর্ব। বর্তমানে দক্ষিন ২৪ পরগনাতে জনসংযোগ যাত্রায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

মেডিক্যাল এমার্জেন্সি! নির্ধারিত সময়ের আগেই মহাকাশ থেকে নভশ্চরদের ফেরাচ্ছে নাসা

গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে...

গোয়া-কেরালার মিলিত সংখ্যার দ্বিগুণ বিদেশী পর্যটক আসছেন বাংলায়!

বিদেশী পর্যটকরা এখন আগ্রা, উদয়পুর, ঋষিকেশ, হাম্পি এমনকি গোয়ার থেকে বেশি আসছেন পশ্চিমবঙ্গে (West Bengal)। এই তথ্য রাজ্য...

একদিনের সিরিজের আগে টি২০ বিশ্বকাপ নিয়ে তিক্ত প্রশ্নের বাউন্সার, কী বললেন গিল?

রবিবার থেকে বরোদায় শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ কিন্তু ভারতীয় ক্রিকেট সার্টিকে টি২০ বিশ্বকাপের প্রবল বাতাস বইতে...

সব ফাইল নেওয়ার অধিকার কে দিল: বিজেপির ‘ভগবান’ ইডি-কে প্রশ্ন সিবলের

যেভাবে বাংলায় নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বাংলায় এগিয়ে দিয়ে বাংলার রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছে কেন্দ্রের...