Friday, August 22, 2025

এশিয়া কাপের সুপার ফোর এবং ফাইনাল ম্যাচ হবে না পাকিস্তানে : সূত্র

Date:

Share post:

গতকালই এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিয়েছে এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। শুরু হচ্ছে ৩১ আগস্ট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের দাবি মেনে নিয়েই হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। তবে পাকিস্তানে হবে চারটি ম‍্যাচ, আর বাকি ম‍্যাচ হবে শ্রীলঙ্কায়। আর সূত্রের খবর, সুপার ফোর এবং ফাইনাল ম্যাচ হবে না পাকিস্তানে।

পাকিস্তানে এশিয়া কাপের গ্রুপ পর্ব ছাড়া সুপার-৪-এর ম্যাচ হওয়া খুবই কঠিন। কারণ বিসিসিআই আগেই জানিয়েছে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। আর সেই কারণেই  কোন দল সুপার-ফোরে উঠবে আর কোন দল উঠবে না তা আগে থেকে বলা যায় না। তাই সুপার ফোর এবং ফাইনাল ম্যাচ হতে পারে শ্রীলঙ্কায়। এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানসহ মোট ৬টি দলের মধ্যে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

জানা যাচ্ছে, এই টুর্নামেন্টে পাকিস্তান মাত্র ৪টি ম্যাচ আয়োজন করবে, বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ৬টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। কিন্তু এখনও সম্পূর্ণ সূচী ঘোষণা করা হয়নি। তাই সবচেয়ে বড় বিষয় হল, পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ৪টি ম্যাচ কাদের কাদের মধ্যে হবে। কারণ বিসিসিআই ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাবে না। ফলে পাকিস্তানে কোনও ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। ভারত ও পাকিস্তান একই গ্রুপে। এমন পরিস্থিতিতে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পরই জানা যাবে কোন কোন ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

এদিকে এশিয়া কাপের তারিখ ঘোষণায় খুশি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে যে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এই নিয়ে পিসিবি তার টুইটে করে জানায়, “এশিয়া কাপ আবার পাকিস্তানে ফিরেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেলটি অনুমোদিত হয়েছে। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এর উদ্বোধনী ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।”

আরও পড়ুন:ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট, মুখ খুললেন সাক্ষী


 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...