Friday, January 30, 2026

এশিয়া কাপের সুপার ফোর এবং ফাইনাল ম্যাচ হবে না পাকিস্তানে : সূত্র

Date:

Share post:

গতকালই এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিয়েছে এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। শুরু হচ্ছে ৩১ আগস্ট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তানের দাবি মেনে নিয়েই হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। তবে পাকিস্তানে হবে চারটি ম‍্যাচ, আর বাকি ম‍্যাচ হবে শ্রীলঙ্কায়। আর সূত্রের খবর, সুপার ফোর এবং ফাইনাল ম্যাচ হবে না পাকিস্তানে।

পাকিস্তানে এশিয়া কাপের গ্রুপ পর্ব ছাড়া সুপার-৪-এর ম্যাচ হওয়া খুবই কঠিন। কারণ বিসিসিআই আগেই জানিয়েছে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। আর সেই কারণেই  কোন দল সুপার-ফোরে উঠবে আর কোন দল উঠবে না তা আগে থেকে বলা যায় না। তাই সুপার ফোর এবং ফাইনাল ম্যাচ হতে পারে শ্রীলঙ্কায়। এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানসহ মোট ৬টি দলের মধ্যে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

জানা যাচ্ছে, এই টুর্নামেন্টে পাকিস্তান মাত্র ৪টি ম্যাচ আয়োজন করবে, বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ৬টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। কিন্তু এখনও সম্পূর্ণ সূচী ঘোষণা করা হয়নি। তাই সবচেয়ে বড় বিষয় হল, পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ৪টি ম্যাচ কাদের কাদের মধ্যে হবে। কারণ বিসিসিআই ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাবে না। ফলে পাকিস্তানে কোনও ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। ভারত ও পাকিস্তান একই গ্রুপে। এমন পরিস্থিতিতে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পরই জানা যাবে কোন কোন ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

এদিকে এশিয়া কাপের তারিখ ঘোষণায় খুশি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে যে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এই নিয়ে পিসিবি তার টুইটে করে জানায়, “এশিয়া কাপ আবার পাকিস্তানে ফিরেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেলটি অনুমোদিত হয়েছে। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এর উদ্বোধনী ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।”

আরও পড়ুন:ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট, মুখ খুললেন সাক্ষী


 

spot_img

Related articles

বাজেটের আগেই বড়সড় পতন শেয়ার বাজারে, সামান্য কমল সোনার দাম

দালাল স্ট্রিটে রক্তক্ষরণ অব্যাহত। বাজেটের আগেই বড়সড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার(Share Market)। শুক্রবার, বিশ্ববাজারের নেতিবাচক সংকেত...

সঞ্জুর নিরাপত্তরক্ষী সূর্য! পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন রিঙ্কুরা

ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি শনিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। তার আগে কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে(Padmanabhaswamy...

অজিত পাওয়ারের জায়গায় কি স্ত্রী সুনেত্রা? মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। তবে,  রাজনীতিতে কোনও স্থানই শূন্য থাকে না। সূত্রের...

জবাবদিহি নাপসন্দ! গোপনীয়তার দোহাই দিয়ে কোপ RTI আইনে

RTI আইনের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু মোদি সরকারের জবাবদিহি নাপসন্দ। মেহুল...