Sunday, August 24, 2025

অন্তঃস.ত্ত্বা ধর্ষি.তাকে সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ গুজরাট হাইকোর্টের

Date:

আদালতে বিচার চাইতে গিয়ে আপসে মিটিয়ে নেওয়ার পরামর্শ পেলেন অন্তঃসত্ত্বা নাবালিকা ধর্ষিতা। শাস্তির পরিবর্তে ধর্ষকের সঙ্গে মিটমাট করে নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে গুজরাট হাইকোর্টের(Gujarat High Court) বিচারপতি সমীর দাভে(Samir Dave)। কিছুদিন আগেই এই মামলাতেই মনুস্মৃতি(ManuSmriti) প্রসঙ্গ তুলেছিলেন বিচারপতি দাভে। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি।

বৃহস্পতিবার ওই মামলার শুনানি চলাকালীন বিচারপতি দাভে আইনজীবীকে পরামর্শ দেন, অভিযুক্তের সঙ্গে এবং অভিযোগকারিণীর সঙ্গে কথা বলতে। এই মামলায় কোনও সমঝোতার সম্ভাবনা রয়েছে কি না, তা-ও ভেবে দেখতে বলেন তিনি। যদিও এই প্রসঙ্গে নির্যাতিতার আইনজীবী আদালতে জানান, “আমি অভিযুক্তের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। একটু ভাবলেই তিনটি প্রাণ বাঁচানো যায়! কিন্তু অভিযুক্তের তরফে কোনও সঠিক প্রতিক্রিয়া পাইনি!” এই প্রসঙ্গে বিচারপতি জানান, “এই বিষয়ে প্রয়োজনে আদালত কথা বলবে অভিযুক্তের সঙ্গে।” জেলবন্দি ওই যুবককে আদালতে হাজির করানোর কথাও শোনা যায় বিচারপতির মুখে।

উল্লেখ্য, ধর্ষণের শিকার হয়ে ১৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা এই নাবালিকার গর্ভপাত করাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাবা। সম্প্রতি মামলার শুনানিতে ৭ মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকার উদ্দেশে ‘মনুস্মৃতি’র প্রসঙ্গ টানেন বিচারপতি দাভে। তিনি বলেন, “তোমার মা-ঠাকুমাকে জিজ্ঞাসা করে দেখবে, আগে মেয়েদের ১৪ থেকে ১৫ বছর বয়সের আগেই বিয়ে হত। তাঁদের সন্তানের জন্মও হত কম বয়সেই।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়, এরই মাঝে এবার ‘সমঝোতা’ প্রস্তাব দিয়ে বিতর্কে সেই বিচারক।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version