Wednesday, November 12, 2025

অন্তঃস.ত্ত্বা ধর্ষি.তাকে সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ গুজরাট হাইকোর্টের

Date:

আদালতে বিচার চাইতে গিয়ে আপসে মিটিয়ে নেওয়ার পরামর্শ পেলেন অন্তঃসত্ত্বা নাবালিকা ধর্ষিতা। শাস্তির পরিবর্তে ধর্ষকের সঙ্গে মিটমাট করে নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে গুজরাট হাইকোর্টের(Gujarat High Court) বিচারপতি সমীর দাভে(Samir Dave)। কিছুদিন আগেই এই মামলাতেই মনুস্মৃতি(ManuSmriti) প্রসঙ্গ তুলেছিলেন বিচারপতি দাভে। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি।

বৃহস্পতিবার ওই মামলার শুনানি চলাকালীন বিচারপতি দাভে আইনজীবীকে পরামর্শ দেন, অভিযুক্তের সঙ্গে এবং অভিযোগকারিণীর সঙ্গে কথা বলতে। এই মামলায় কোনও সমঝোতার সম্ভাবনা রয়েছে কি না, তা-ও ভেবে দেখতে বলেন তিনি। যদিও এই প্রসঙ্গে নির্যাতিতার আইনজীবী আদালতে জানান, “আমি অভিযুক্তের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। একটু ভাবলেই তিনটি প্রাণ বাঁচানো যায়! কিন্তু অভিযুক্তের তরফে কোনও সঠিক প্রতিক্রিয়া পাইনি!” এই প্রসঙ্গে বিচারপতি জানান, “এই বিষয়ে প্রয়োজনে আদালত কথা বলবে অভিযুক্তের সঙ্গে।” জেলবন্দি ওই যুবককে আদালতে হাজির করানোর কথাও শোনা যায় বিচারপতির মুখে।

উল্লেখ্য, ধর্ষণের শিকার হয়ে ১৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা এই নাবালিকার গর্ভপাত করাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাবা। সম্প্রতি মামলার শুনানিতে ৭ মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকার উদ্দেশে ‘মনুস্মৃতি’র প্রসঙ্গ টানেন বিচারপতি দাভে। তিনি বলেন, “তোমার মা-ঠাকুমাকে জিজ্ঞাসা করে দেখবে, আগে মেয়েদের ১৪ থেকে ১৫ বছর বয়সের আগেই বিয়ে হত। তাঁদের সন্তানের জন্মও হত কম বয়সেই।” তাঁর এই মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়, এরই মাঝে এবার ‘সমঝোতা’ প্রস্তাব দিয়ে বিতর্কে সেই বিচারক।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version