তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে মউ চুক্তি স্বাক্ষর এএমএফআই-ডব্লিউবি ও অ্যাডামাসের

তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে মউ চুক্তি স্বাক্ষর করল অ্যাসোসিয়েশন অফ মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস – ওয়েস্ট বেঙ্গল (এএমএফআই-ডব্লিউবি) এবং অ্যাডামাস ইউনিভার্সিটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস ছাড়াও ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর সৌভিক রায় চৌধুরী,অঞ্জন দাশগুপ্ত, এমডি, এএসএ মাইক্রোফিন্যান্স (ভারত) এবং এএমএফআই-ডব্লিউবি (AMFI-WB)-এর সচিব।


আরও পড়ুন:গরমে গলাবন্ধ কোট পরে বিরোধীদের মদত! রাজ্যপালকে তীব্র ক.টাক্ষ কুণালের, নি.শানায় রামধনু জোটও

চুক্তি অনুযায়ী, অ্যাডামাস বিশ্ববিদ্যালয় এএমএফআই-ডব্লিউবি-এর ‘নলেজ পার্টনার’ হিসেবে কাজ করার পাশাপাশি পেশাদার ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী হবে। এই সহযোগিতার লক্ষ্য যে কেবলমাত্র রাজ্য জুড়ে তরুণ উদ্যোক্তাদের জ্ঞানের ব্যবধান পূরণ করা তাইই নয়, বরং কৃষি ও অ-কৃষি উভয় ক্ষেত্রেই সামগ্রিক উন্নয়নের প্রচার করার ক্ষেত্রেও তারা বিশেষ ভূমিকা নেবে। এছাড়া শিক্ষা-শিল্প সংযোগকেও উৎসাহিত করা এবং উদীয়মান প্রযুক্তির আদান-প্রদানকে সহজ করে তোলার দিকেও দুই অংশীদার বিশেষ নজর রাখবে।
এই মউ চুক্তির মাধ্যমে এএমএফআই-ডব্লিউবি এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়, ক্ষুদ্রঋণ সেক্টরে বৃদ্ধি, উদ্ভাবন এবং উদ্যোক্তা হওয়ার পথ প্রশস্ত করতে উদ্যোগী হয়েছে।অসিত মিত্র, সিইও, এএমএফআই-ডব্লিউবি -এর উপস্থিতিতে স্বাক্ষরিত হওয়া এই মউ চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসএ মাইক্রোফিনান্স (ভারত)-এর স্বাতী সিং,অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নবীন দাস, প্রো ভাইস-চ্যান্সেলর (কর্পোরেট আউটরিচ),দীপঙ্কর ভট্টাচার্য, প্রো ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উদ্ভাবন), চ্যান্সেলর অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোমনাথ চ্যাটার্জি এবং স্কুল অফ স্মার্ট এগ্রিকালচার-এর ডিন ও অধ্যাপক সন্দীপ ব্যানার্জি।