Saturday, November 29, 2025

গ্রীষ্মের ত.প্ত দাবদাহে সুমধুর হেমন্তের সুরে ভাসল বঙ্গজীবন!

Date:

Share post:

গাঁয়ের বধূ আজও অপেক্ষায়, রানার বোধহয় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছে, ‘আয় খুকু আয়’ শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে ছোট্ট মেয়েটা- আর এই সব কিছু বড্ড বেশি করে মনে করিয়ে দেয় আজ ১৬ জুন, হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemanta Mukhopadhyay) জন্মদিন। প্রকৃতিতে বর্ষা আসেনি, কিন্তু সুরের বৃষ্টিতে এত বছর পেরিয়েও আজকের দিনে ভিজলো বাঙালি।

১৯২০ সালে আজকের দিনে সংগীত জগতের প্রবাদ প্রতীম পুরুষের জন্ম হয়। শুধু কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী নন, তিনি ছিলেন সুরকার (Music Composer) , সঙ্গীত পরিচালক এবং প্রযোজকও। বিভিন্ন ঘরানার গানে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন শিল্পী। যেমন বাংলা তেমন হিন্দি, অপার দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন নিজের কাজের মাধ্যমে। তার কন্ঠের দৃপ্ততায় সমৃদ্ধ হতো বাংলা সংগীত জগত। এই প্রজন্মের শিল্পীরাও তাঁর গান গেয়ে নিজেদের প্রতিভা বিকাশ করতে আগ্রহী। হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukhopadhyay)মানে ধুতি, শার্ট আর সুরের এক অপরূপ রসায়ন, যা বাঙালি এই শিল্পীর আগমনের আগে যেমন দেখেনি, আগামী ১০০ বছরেও দেখার সম্ভাবনা কম। গ্রামাফোন পেরিয়ে ইউটিউব বা স্পটিফাইয়ের জমানায় এখন একই রকম ভাবে প্রাসঙ্গিক তিনি। বঙ্গ জীবনের প্রতিটি আবেগের সঙ্গে জড়িয়ে আছে হেমন্ত মুখোপাধ্যায়ের গান। শৈলেশ দত্তগুপ্তর কাছে গানের তালিম নিয়েছিলেন তিনি, তবে তার গানের ছাঁচ প্রবাদপ্রতিম গায়ক পঙ্কজ মল্লিকের আদলে তৈরি হয়েছিল । শাস্ত্রীয় ঘরানায় নিজের পারদর্শিতা প্রমাণ করেছেন।

বাংলায় ১৯৪১ সালে মুক্তি পাওয়া নিমাই সন্ন্যাস সিনেমায় প্রথমবার গান রেকর্ড করেন হেমন্ত মুখোপাধ্যায়। হিন্দির ক্ষেত্রে ১৯৪৪ সালে ইরাদা সিনেমার জন্য পণ্ডিত অমরনাথের সুরে প্রথমবার গান রেকর্ড করেন তিনি। অনুরাগীরা বলতেন রবীন্দ্রসংগীত আর উত্তম কুমার – এই দুটি যেন সমার্থক হয়ে গিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গানের ভাষায়। বেসিক রেকর্ড হোক বা রুপোলি পর্দা।হেমন্ত মুখোপাধ্যায় সুরের যে রোমান্টিকতা সৃষ্টি করেছিলেন তা শুধু বাংলার নয়, এ যেন এক আকাশ সুরের ভান্ডারে রয়ে গেছে আজীবন।

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...