স্পর্শকা.তর এলাকা চিহ্নিত করতে রাজ্য নির্বাচন কমিশনে উচ্চ পর্যায়ের বৈঠক

west bengal state election commission

কেন্দ্রীয় বাহিনী দিয়ে সারা রাজ্যে পঞ্চায়েত ভোটে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। তবে তার আগে শুক্রবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে কাজে লাগানো যায়- তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হল রাজ্য নির্বাচন কমিশনে (State Election Commission)।

স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা, সেই সঙ্গে কীভাবে অশান্তি ঠেকানো যায় তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও ADG আইনশৃঙ্খলা জাভেদ শামিম। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। একই সঙ্গে উপদ্রুত জেলা, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।

আরও পড়ুন- হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

দুই ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলার উত্তেজনা প্রবণ এলাকা ও বুথগুলিকে চিহ্নিত করার কাজ চলছে। তবে কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে, তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।

 

Previous articleহাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন
Next articleআ.ক্রান্ত সংবাদ মাধ্যম! বাড়তি নিরাপত্তার দাবিতে রাজীব সিনহাকে চিঠি কলকাতা প্রেস ক্লাবের