সিনেমা হলে ‘আদিপুরুষ’ দেখল হনুমান! কাকতালীয় না অন্য কিছু..

মুক্তিতেই কি মুখ থুবড়ে পড়ল ওম রাউত (Om Raut)পরিচালিত ‘ আদিপুরুষ’ (Adipurush)? শুক্রবার রিলিজের আগে যে উন্মাদনা ছিল, সন্ধ্যার পর সেই ঝলক আর চোখে পড়ল না। কেউ বলছেন, পরিচালকের রামায়ণ পড়া উচিৎ আবার কেউ বলছেন বাল্মীকির সম্মানে আঘাত দেবে এই ছবি। কেউ কেউ আবার VFX দেখে মুগ্ধ। কিন্তু সিনেমার অভিনেতারা নন বরং স্ক্রিনিং-এ নজর কাড়ল স্বয়ং হনুমান (Monkey)। সিনেমাহলের একটি আসন হনুমানের জন্য বরাদ্দ রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। কারণ হিসাবে বলা হয়েছিল, রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত মানা হয় হনুমানকে। তাই তার জন্য একটি বিশেষ আসন থাকবে। এবার খোদ হনুমানের আগমন প্রেক্ষাগৃহে? ছবির স্ক্রিনিং-এর সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর সেখানেই দর্শকের নজরে এল হনুমান।

বিতর্ক মাথায় নিয়েই ১৬ জুন দেশ জুড়ে মুক্তি পেয়েছে প্রভাস (Prabhash), কৃতি (Kriti Sanon), সইফ অভিনীত বিগ বাজেট মুভি ‘আদিপুরুষ’। হলে একটি আসন হনুমানের জন্য বরাদ্দ করার নিয়ম মানা হয়েছিল সর্বত্র। নির্মাতাদের ঘোষণা ও বিশ্বাসকে সম্মান দিয়ে সত্য়িই বজরংবলি এসে আদিপুরুষ দেখবেন, এমনটা কেউ কখনও আশা করেছেন বলে মনে হয়না। কিন্তু সেটাই বাস্তবে ঘটল। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা গেল, মাল্টিপ্লেক্সে দেখানো হচ্ছে আদিপুরুষ। আর সেখানেই ঢুকে পড়েছে এক বানর (কেউ কেউ বলছেন হনুমান)। স্ক্রিনে তখন রাম রূপে ধরা দিয়েছেন প্রভাস। আর সেই বানরের চোখ পর্দার দিকে। মুহূর্তে ফ্রেমবন্দি সেই ভিডিও রীতিমতো ভাইরাল। কেউ বলছেন বিশ্বাসের জয়, কেউ বলছেন পুরো বিষয়টাই নাকি পূর্ব পরিকল্পিত। যদিও সিনেমার রিপোর্ট খুব একটা ভাল নয়।

 

Previous articleKarnataka: সরকার বদল সিলেবাস বদল, বাদ পড়লেন সাভারকার-হেডগেওয়ার
Next articleধর্মের কল…! নন্দীগ্রামের নির্দল প্রার্থীকে শুভেন্দু ঘনিষ্ঠ সেই প্রলয়ের হু.মকি ফোন ভাইরাল