Tuesday, November 4, 2025

হাইকোর্টের নির্দেশ মেনে চলবে কমিশন: রাজীব সিনহা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সঙ্গে কোন সংঘাত নয় বরং আদালতের নির্দেশ মতোই রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দেন নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল, স্পর্শকাতর জেলা এবং বুথ চিহ্নিত করে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করার জন্য। এর পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আদালতের কাছে সময় চেয়ে নেয়।পাশাপাশি এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জিও জানানো হয়। এরপর বৃহস্পতিবার আদালতের তরফে কমিশনকে নির্দেশ দেওয়া হয়, রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালতের এই নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করার কথাও বলা হয়। আদালতের রায় ঘোষণার পরই মনে করা হচ্ছিল হয়তো এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নবনিযুক্ত কমিশনের রাজীব সিনহা জানিয়ে দিলেন কোনও বিরোধিতা নয়, আদালতের নির্দেশ মেনেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করা হবে।

এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, বুথে বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তৃণমূলের ভোট বাড়বে। তাঁর কারণ মানুষ ভোট দেবেন। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভয় পায় না, তাঁদের এই নিয়ে মাথাব্যথাও নেই। কেন্দ্রীয় সরকার যত বেশি করে কেন্দ্রীয় বাহিনী দেখাবে, মানুষ তত বেশি করে তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়াবে।”

 

spot_img

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...