Friday, December 19, 2025

হাইকোর্টের নির্দেশ মেনে চলবে কমিশন: রাজীব সিনহা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সঙ্গে কোন সংঘাত নয় বরং আদালতের নির্দেশ মতোই রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দেন নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল, স্পর্শকাতর জেলা এবং বুথ চিহ্নিত করে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করার জন্য। এর পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আদালতের কাছে সময় চেয়ে নেয়।পাশাপাশি এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জিও জানানো হয়। এরপর বৃহস্পতিবার আদালতের তরফে কমিশনকে নির্দেশ দেওয়া হয়, রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালতের এই নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করার কথাও বলা হয়। আদালতের রায় ঘোষণার পরই মনে করা হচ্ছিল হয়তো এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নবনিযুক্ত কমিশনের রাজীব সিনহা জানিয়ে দিলেন কোনও বিরোধিতা নয়, আদালতের নির্দেশ মেনেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করা হবে।

এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, বুথে বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তৃণমূলের ভোট বাড়বে। তাঁর কারণ মানুষ ভোট দেবেন। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভয় পায় না, তাঁদের এই নিয়ে মাথাব্যথাও নেই। কেন্দ্রীয় সরকার যত বেশি করে কেন্দ্রীয় বাহিনী দেখাবে, মানুষ তত বেশি করে তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়াবে।”

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...