Thursday, August 28, 2025

চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের শর্তসাপেক্ষে গ্রুপ সি-তে পদোন্নতি! প্রক্রিয়া শুরু কৃষি দফতরের

Date:

চুক্তিভিত্তিক Group D কর্মীদের Group C পদে উন্নীত করার কাজ শুরু করে দিল রাজ্যের কৃষি দফতর (State Agriculture Department )। কৃষি দফতরের গ্রুপ সি কর্মীদের মধ্যে যাঁরা প্রাথমিক ভাবে ন্যূনতম ৫ বছর কাজ করেছেন এবং মাধ্যমিক পাশ, তাঁদেরকেই এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে, তার জন্য তাঁদের পরীক্ষাতেও বসতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে গ্রুপ সি পদে উন্নীত হওয়ার সুযোগ। গ্রুপ ডি কর্মীরা গ্রুপ সি পদে উন্নীত হলে তাঁদের বেতনও বাড়বে।

গ্রুপ ডি পদে যেসব কর্মীরা কাজ করছেন তাঁদের একাংশকে গ্রুপ সি পদে উন্নীত করার প্রস্তাব কৃষি দফতর থেকে আগেই পাঠানো হয়েছিল রাজ্যের অর্থ দফতরে। সরকারি নীতি অনুযায়ী, যেসব চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীর গ্রুপ সি পদে উন্নীত হওয়ার যোগ্যতা রয়েছে, তাঁদের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে কৃষি দফতর। সেই তালিকায় ১ হাজারের বেশি চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি কর্মীর নাম আছে। তবে এই পদোন্নতির প্রস্তাবের বিষয়ে আরও কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্যের অর্থ দফতর। মূলত জানতে চাওয়া হয়েছে কৃষি দফতরে এখন স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে ঠিক কতজন গ্রুপ সি ও গ্রুপ সি কর্মী রয়েছে এবং সেখানে এই দুই পদে এখন ঠিক কত শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, গ্রুপ সি’র স্থায়ী পদগুলি পূরণের জন্য নিয়োগকারী সংস্থার কাছে প্রস্তাব গিয়েছে কিনা।

আরও পড়ুন- ধর্মের কল…! নন্দীগ্রামের নির্দল প্রার্থীকে শুভেন্দু ঘনিষ্ঠ সেই প্রলয়ের হু.মকি ফোন ভাইরাল

সরকারের বিভিন্ন দফতরের মধ্যে একমাত্র কৃষি দফতরই এখন এই নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক পাশ তো বটেই, স্নাতক, এমনকী স্নাতকোত্তর ডিগ্রিধারী অনেকে চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি কর্মী হিসেবে কাজ করছেন দফতরে। তাঁরা এই সুযোগ পেলে লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version