Wednesday, December 31, 2025

টানা পাঁচ বছর আইনি লড়াই শেষে চাকরি পেলেন ১৫ শিক্ষক!

Date:

Share post:

চাকরির জন্য টানা পাঁচ বছর ধরে লড়াই করেছেন। হাইকোর্টের বিভিন্ন এজলাস ঘুরে অবশেষে চাকরি পেলেন ১৫জন শিক্ষক। রেখা রায়,শবনম আরা, রূপালী বেজ সহ ১৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। ওই বছর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্কুল সার্ভিস কমিশনের ইচ্ছাকৃত ভুলের জন্য চাকরি পাননি এই ১৫ জন চাকরিপ্রার্থী। কমিশনে বার বার আবেদন করেও লাভ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।এরপর শুরু হয় দীর্ঘ লড়াই। গত ৫ বছর ধরে সেই লড়াই চলেছে। শেষ পর্যন্ত বিচারপতি অনিরুদ্ধ রায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে যোগ্য বলে বিবেচিত করে, এরপরই মেলে  সুপারিশপত্র। ১৫ দিনের মধ্যে এই ১৫ জন শিক্ষককে স্কুলে যোগদানের নির্দেশ দিয়েছে আদালত।

২০১৬ সালের নবম-দশম শ্রেণীর এসএলএসটি নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেই মামলার তদন্ত  শুরু করে সিবিআই। সামনে আসে, ওএমআর শিটে কারচুপির ঘটনা। ২০২২ সালের ২২ ডিসেম্বর, হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ওএমআর সিট প্রকাশ করে। সেখানে আবেদনকারীরা দেখতে পান, ২০১৬ সালের নবম দশম শ্রেণীর এসএলএসটির ইতিহাস বিষয়ে একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশন তাদের অতিরিক্ত এক নম্বর দেয়নি।

মামলাকারীদের আইনজীবী আশীষ কুমার চৌধুরী আদালতে জানিয়েছিলেন, যে প্রশ্নের উত্তর নিয়ে এই ভ্রান্তি আবেদনকারীরা তার সঠিক উত্তর দিয়েছিলেন। তা সত্ত্বেও এক নম্বর পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানায়, মামলাকারীরা ভুল উত্তর দিয়েছেন।স্কুল সার্ভিস কমিশন কখনই মানতে চাননি যে মামলাকারীরা সঠিক উত্তর দিয়েছেন। আর সেই ভুলের কারণেই এক নম্বর পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন মামলাকারীরা। যার ফলে চাকরি জীবনের ৫ টা বছর নষ্ট হয়ে গিয়েছে তাদের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতে নিজেদের ভুল স্বীকার করে কমিশন।  এরপরই মামলাকারীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট।

spot_img

Related articles

আজ খালেদা জিয়ার শেষকৃত্যে থাকবেন ভারতের বিদেশমন্ত্রী, বুধেই ঢাকায় জয়শঙ্কর 

আশি বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া(Khaleda Zia)। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল...

আজ অভিষেকের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলার মানুষের ভোটাধিকার নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে নির্বাচন কমিশন (Election Commission)। এসআইআর করে কতজন রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী...

বাংলা বিরোধীদের প্রোপাগান্ডায় কান দেবেন না, ‘হোক কলরব’ বিতর্কে সতর্ক করলেন রাজ

শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত 'হোক কলরব' (Hok Kolorob)সিনেমার সংলাপ বিতর্কে এবার প্রতিক্রিয়া দিলেন স্বয়ং রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ইচ্ছাকৃতভাবে...

অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলায় নতুন বিতর্ক, ‘ভিভিআইপি’ প্রসঙ্গে উত্তাল উত্তরাখণ্ড রাজনীতি

উত্তরাখণ্ডের অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা ফের নতুন করে বিতর্কের কেন্দ্রে। ২০২২ সালে ঋষিকেশের কাছে একটি খাল থেকে উদ্ধার...