বেনজির, অভিযোগ জানাতে রাজভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম!

রাজভবন ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খুললেও তা খোলার এক্তিয়ার আছে কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে।

ভোটে অশান্তি, এবার রাজভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। ভাঙড়, ক্যানিংয়ের পর রবিবার মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্যপাল‌ সি ভি আনন্দ বোস। ভাঙড়, ক্যানিং পরিদর্শনের পরে খড়গ্রামে নিহত পরিবারের সঙ্গে আজ রাতে কথা বলেন তিনি। মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হয়েছিলেন এই কংগ্রেস কর্মী।

জানা গিয়েছে, যে কেউ রাজভবনে অভিযোগ জানাতে পারবেন। রাজভবন ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খুললেও তা খোলার এক্তিয়ার আছে কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। কারণ, নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের আওতায়। সেখানে কীভাবে রাজভবন কন্ট্রোল রুম খুলতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন
শাসকদল। এই প্রসঙ্গে জয় প্রকাশ মজুমদার বলেন , সম্পূর্ণ বেআইনিভাবে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোনও নির্বাচননেই রাজ্যপালের কোনও ভূমিকা নেই । আসলে তিনি রাজনৈতিক উদ্দেশেই এসব করছেন।

Previous articleবিশ্বকাপে আহমেদাবাদে না খেলতে চাওয়া নিয়ে পাকিস্তানকে একহাত আফ্রিদির
Next articleপ্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট! RBI ভল্ট থেকে উধাও ৮৮ হাজার কোটির ৫০০ টাকার নোট