একদিকে তীব্র দাবদাহ, তার উপর ঘন ঘন লোডশেডিং।এই দুইয়ে মিলিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় শহরবাসীর। কখনও দিনে, আবার কখনও রাতে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট কলকাতাবাসী। এই পরিস্থিতিতে সিইএসসি-কে কাঠগড়ায় তুলেছেন শহরবাসী। কিন্তু পরিস্থিতির খুব একটা বদল হয়নি।
সিইএসসি -র বিরুদ্ধে শহরবাসীর ক্ষোভ, সহ্যের সীমা পেরোতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা শনিবার বিবৃতি জারি করেছে সিইএসসি । লোডশেডিংয়ের কারণ তুলে ধরার পাশাপাশি উপভোক্তাদের দেওয়া হয়েছে পরামর্শও।
সিইএসসি বিবৃতিতে আরও বলেছে, ‘এই পরিস্থিতিতে, আমরা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের মূল্যবান গ্রাহকদের কাছে অনুরোধ করছি তাঁরা যেন তাঁদের এয়ার কন্ডিশনারগুলির ন্যায়সঙ্গতভাবে ব্যবহার করেন এবং সিইএসসি অনুমোদিত বিদ্যুতের লোডসীমা বজায় রাখার চেষ্টা করেন। এটা আমাদের ওভারলোডিংয়ের সমস্যা থেকে মুক্তি দিয়ে সঠিকভাবে পরিষেবা দিতে সাহায্য করবে। এই বিষয়ে আমরা আন্তরিকভাবে সকল গ্রাহকের সহযোগিতা চাই।’
সিইএসসির এই বিবৃতিতে গ্রাহকরা আশস্ত্ব হলেও, সবাই চাইছেন দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি।