Monday, August 25, 2025

ভাঙড়ের পর এবার ক্যানিং! চেন্নাই সফর বাতিল করে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল

Date:

শুক্রবারই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন ভাঙড়ে (Bhangar)। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ক্যানিংয়ে (Canning) যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। রাজভবন (Rajbhawan) সূত্রে খবর, শনিবার তড়িঘড়ি এই কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। সূত্রের খবর, শনিবারই রাজ্যপালের চেন্নাই (Chennai) যাওয়ার কথা ছিল। কিন্তু আচমকা তা বাতিল করে ক্যানিংয়ের অশান্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন রাজ্যপাল।

শনিবার সকালেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং মনোনয়ন পর্বে ক্যানিং, ভাঙড় সহ একাধিক জায়গায় অশান্তির কথা উল্লেখ করেছেন। আর তারপরই তড়িঘড়ি ক্যানিং যাওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যপাল। তবে এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি গতকালই বাসন্তী গিয়েছিলাম। সেখানে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা ওনাকে বলেছি। এদিকে ঘটনাস্থলে গিয়ে রাজ্যপালের ‘অবাঞ্ছিত’ মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্যপালের মন্তব্যে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিরোধীদের অক্সিজেন জোগানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।

অন্যদিকে, শনিবারই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে দুজনের আলোচনা হওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট সময়ে রাজীব সিনহা ফোন করে রাজ্যপালকে জানিয়ে দেন যে তিনি স্ক্রুটিনির কাজে ব্যস্ত, তাই যেতে পারছেন না।

 

 

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version