Thursday, November 13, 2025

রাজ্যপাল বিজেপির ক্যাডারের ভূমিকা পালন করছেন, আনন্দ বোসকে তোপ কুণালের

Date:

পূর্ব নির্ধারিত সফরসূচি বাতিল করে ভাঙড়ের পর এবার ক্যানিং গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসব করে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপাল বিরোধীদের হাতে রাজনীতি তুলে দেওয়ার অপচেষ্টা করছেন বলেই তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি নীতিগত জায়গা থেকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী কেন, তা নিয়েও প্ৰশ্ন তুলে দিলেন।

আজ শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একহাত নিলেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “সারা বাংলায় ৬১ হাজার বুথ। গোটা বাংলা শান্ত। দু’চারটি জায়গায় ইচ্ছাকৃত ভাবে গণ্ডগোল করছে আইএসএফ, বিজেপি, কংগ্রেস, সিপিএম। কারণ ওদের কিছু ফুটেজ চাই, যেটা দেখিয়ে ওরা কেন্দ্রীয় বাহিনী চাইবে, নাটক করবে। সামান্য কিছু জায়গায় সমস্যা হয়েছে, যেখানে আমাদের ছেলেরা মারা গেছে আর বিরোধিরা নাটক করছে। আবার রাজ্যপাল সেখানে ধুনো দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আসলে উনি বিজেপির ক্যাডারের ভূমিকা পালন করছেন। বিরোধীদের হাতে রাজনীতি তুলে দিচ্ছেন।”

অন্যদিকে, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিকে তেমন আমল দিতে চাইছেন না কুণাল। এ প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে আমরা ভয় পাইনা, তোয়াক্কা করিনা। আমাদের কেন্দ্রীয় বাহিনী দেখিয়ে লাভ নেই। একুশ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আট দফায় ভোট হয়েছে। বিজেপি হেরেছে। বাম-কংগ্রেস শূন্য হয়েছে। কিন্তু নীতিগত প্রশ্ন, দেশের নিয়মে লোকসভা-বিধানসভা জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করবে, আর পুরসভা-পঞ্চায়েত রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের বাহিনী দিয়ে করবে। আগেরবারের থেকে অনেক বেশি মনোনয়ন করেছে বিরোধীরা। শান্তিপূর্ণ ভাবে সবকিছু হচ্ছে। অবাধ-গণতন্ত্রে ভোট প্রক্রিয়া চলছে। সেখানে ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরির জন্য বিরোধীরা নাটক করছে। কেন্দ্রীয় বাহিনী এলেও বলে বলে হারাবো। কিন্তু নীতিগত প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী কেন?”

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version