Monday, August 25, 2025

রাজ্যপাল বিজেপির ক্যাডারের ভূমিকা পালন করছেন, আনন্দ বোসকে তোপ কুণালের

Date:

পূর্ব নির্ধারিত সফরসূচি বাতিল করে ভাঙড়ের পর এবার ক্যানিং গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসব করে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপাল বিরোধীদের হাতে রাজনীতি তুলে দেওয়ার অপচেষ্টা করছেন বলেই তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি নীতিগত জায়গা থেকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী কেন, তা নিয়েও প্ৰশ্ন তুলে দিলেন।

আজ শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একহাত নিলেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “সারা বাংলায় ৬১ হাজার বুথ। গোটা বাংলা শান্ত। দু’চারটি জায়গায় ইচ্ছাকৃত ভাবে গণ্ডগোল করছে আইএসএফ, বিজেপি, কংগ্রেস, সিপিএম। কারণ ওদের কিছু ফুটেজ চাই, যেটা দেখিয়ে ওরা কেন্দ্রীয় বাহিনী চাইবে, নাটক করবে। সামান্য কিছু জায়গায় সমস্যা হয়েছে, যেখানে আমাদের ছেলেরা মারা গেছে আর বিরোধিরা নাটক করছে। আবার রাজ্যপাল সেখানে ধুনো দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আসলে উনি বিজেপির ক্যাডারের ভূমিকা পালন করছেন। বিরোধীদের হাতে রাজনীতি তুলে দিচ্ছেন।”

অন্যদিকে, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিকে তেমন আমল দিতে চাইছেন না কুণাল। এ প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে আমরা ভয় পাইনা, তোয়াক্কা করিনা। আমাদের কেন্দ্রীয় বাহিনী দেখিয়ে লাভ নেই। একুশ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আট দফায় ভোট হয়েছে। বিজেপি হেরেছে। বাম-কংগ্রেস শূন্য হয়েছে। কিন্তু নীতিগত প্রশ্ন, দেশের নিয়মে লোকসভা-বিধানসভা জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করবে, আর পুরসভা-পঞ্চায়েত রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের বাহিনী দিয়ে করবে। আগেরবারের থেকে অনেক বেশি মনোনয়ন করেছে বিরোধীরা। শান্তিপূর্ণ ভাবে সবকিছু হচ্ছে। অবাধ-গণতন্ত্রে ভোট প্রক্রিয়া চলছে। সেখানে ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরির জন্য বিরোধীরা নাটক করছে। কেন্দ্রীয় বাহিনী এলেও বলে বলে হারাবো। কিন্তু নীতিগত প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী কেন?”

Related articles

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...
Exit mobile version