Thursday, May 15, 2025

আসন্ন মরশুমের দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এদিন একসঙ্গে দুই ফুটবলারের সই করার কথা জানালো লাল-হলুদ ক্লাব। ইস্টবেঙ্গলে সই করলেন জেভিয়ার সিভেরিও ও সোল ক্রেসপো। গত দুই মরশুমের ব‍্যর্থতা কাটিয়ে এবার ভালো মানের ফুটবলার দলে নেওয়ার জন্য ট্রান্সফার মার্কেটে ঝাঁপাচ্ছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।

গত মরশুমে দারুণ ছন্দে ছিলেন ক্লেইটন। এবার সিভেরিও এসে যাওয়ায় তাঁকে কোচ কার্লোস কুয়াদ্রাত কীভাবে ব্যবহার করেন সেটাই এখন দেখার। অন্যদিকে সোল ক্রেসপো এসডি পনফেরাদিনার যুব দলের হয়ে খেলা শুরু করেছিলেন। ২০১৫ সালে লোনে স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব আতলেতিকো আস্তরগা এফসিতে যোগ দিয়েছিলেন এই মিডফিল্ডার।পরের বছর ফের লোনে আরানদিনা সিএফে যোগ দেন। প্রথম ক্লাব পনফেরাদিনার হয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন তিনি। লা লিগার দ্বিতীয় ডিভিশনে ৫৫টি ম্যাচে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। স্পেনের বড় ক্লাবগুলি যে প্রতিযোগিতায় খেলে, সেই কোপা দেল রে-তেও ৯টি ম্যাচ খেলেছেন। ভারতীয় ফুটবলেও বেশ পরিচিত মুখ ক্রেসপো। আইএসএলে এর আগে ওড়িশা এফসির হয়ে খেলেছেন তিনি।

এই দুই ফুটবলার দলে আসায় উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ। জেভিয়ার প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন,”যবে থেকে ভারতে এসেছে, জাভিয়ার সিভেরিও একজন দুরন্ত গোল সংগ্রাহক হয়ে উঠেছেন। দুই বছর এখানে খেলে আইএসএলের কঠিন বিষয়গুলির সঙ্গে মানিয়ে নিয়েছেন সিভেরিও।

সোল ক্রেসপো প্রসঙ্গে লাল-হলুদ কোচ বলেন,” আইএসএল-এর কঠিন প্রতিদ্বন্দ্বিতার বিষয় সোল জানেন। তিনি মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা ওড়িশা এফসিকে সুপার কাপ জিততে সাহায্য করেছে। ভবিষ্যতে ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে সোল অনেক সাহায্য করবেন।”

এদিকে সিভেরিও ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বলেন, “এই শতাব্দী প্রাচীন ক্লাবে যোগ দেওয়াটা আমার কাছে সম্মানের। আমি ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোচ কার্লোস ও ইনভেস্টরদের দর্শনকে প্রশংসা করি। আমি ম্যানেজমেন্টের ভরসার জবাব গোল দিয়ে দিতে চাই। আমি দেখেছি ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা আবেগপ্রবণ, আমি অপেক্ষা করতে পারছি না সল্টলেক স্টেডিয়ামে তাদের সামনে খেলব বলে। জয় ইস্টবেঙ্গল।’

লাল-হলুদে যোগ দিয়ে সোল ক্রেসপো বলেন,” যখন আমি জানতে পারি যে ইস্টবেঙ্গল আমাকে সই করাতে চায়, আমি সিদ্ধান্ত নিতে কোনো ইতস্তত বোধ করিনি। দেশের সেরা সমর্থকদের পাশাপাশি ভারতের অন্যতম বড় ক্লাব ইস্টবেঙ্গল। আমি গতবছর ডার্বি দেখেছিলাম এবং খুব খুশি হয়েছিলাম এই ম্যাচ দেখে। আমি ইস্টবেঙ্গল দলের হয়ে সত্যি খেলতে চাই এবং দলকে যত বেশি সম্ভব ম্যাচ জেতাতে চাই।’

আরও পড়ুন:‘দলে এখন কেউ বন্ধু নয়, সকলে সতীর্থ’, মন্তব্য অশ্বিনের

 

 

Related articles

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...
Exit mobile version