Friday, November 14, 2025

ভোট মিটলেই বকেয়া আদায়ে দিল্লি গিয়ে আ.ন্দোলন, বৈঠকে সিদ্ধান্ত তৃণমূলের

Date:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গিয়ে বার বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee) জানিয়েছিলেন বাংলার বকেয়া কেন্দ্র আটকে রাখতে পারবে না। দিল্লির(Delhi) বুক থেকে প্রাপ্য টাকা ছিনিয়ে আনবেন তিনি। যাদের টাকা কেন্দ্র আটকে রেখেছে প্রয়োজনে তাদের দিল্লি নিয়ে গিয়ে বৃহত্তর আন্দোলন হবে। কালীঘাটে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনকে অনুমোদন করল তৃণমূল কংগ্রেস। বৈঠক শেষে দলের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election) শেষ হলে বকেয়া আদায়ে দিল্লি গিয়ে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল(TMC)।

বৈঠক শেষে এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “নবজোয়ার কর্মসূচিতে গিয়ে একটি অভিজ্ঞতা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেশিরভাগ মানুষ ভাবেন ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেয়। কিন্তু অভিষেক বারবার বলেছেন এই প্রকল্পের একটা পার্সেন্টেজ কেন্দ্র দেয় বাকিটা রাজ্য দেয়। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার এই যে টাকা পাচ্ছে না মানুষ। এই বকেয়া টাকা আদায়ে আমরা বৃহত্তর আন্দলনে নামব। পঞ্চায়েত নির্বাচন শেষ হলে ১০ লক্ষ মানুষকে দিল্লি নিয়ে গিয়ে আমাদের আন্দোলন জারি থাকবে।” অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে প্রচারেও বাংলার প্রাপ্য টাকা আদায়ে আন্দোলনের রাশ বেধে দিল তৃণমূল।

শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়েও স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। সাংবাদিক বৈঠক থেকে এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “কেন্দ্রীয় বাহিনী থাক বা না থাক তৃণমূলের কিছু যায় আসে না। ২০১১ সালে কেন্দ্রীয় বাহিনী ছিল, ২০১৩ সালেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে। ২০১৬ বিধানসভা, ২০১৯ লোকসভা, ২০২১ বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে, আর প্রতিবার বিপুল জনসমর্থন পেয়েছে তৃণমূল। সুতরাং কেন্দ্রীয় বাহিনীতে কিছু যায় আসে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করবেন। ফলে কেন্দ্রীয় বাহিনী এলো কি না এলো তাতে আমাদের কিছু যায় আসে না।”

আরও পড়ুন- আমরা রাজ্যপালকে সম্মান করি, কিন্তু এক্তিয়ারের বাইরে যাচ্ছেন, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version