Thursday, August 28, 2025

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নামছে ভারত, প্রতিপক্ষ লেবানন

Date:

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে নামছে ভারতীয় দল। ফাইনালে প্রতিপক্ষ লেবানন। লেবাননের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ইগর স্টিমাচের দল। লেবাননকে হারিয়ে ট্রফি জেতাই লক্ষ সুনীল ছেত্রীদের। গ্রুপ পর্বে লেবাননের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত, যার ফলে এই ফাইনালটি যথেষ্ট কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতীয় দলের কোচ এসব নিয়ে বেশি ভাবতে নারাজ। বরং ফাইনালে দল ভালো খেলবে বলেই মনে করেছেন তিনি।

ফাইনাল ম‍্যাচ নিয়ে স্টিমাচ বলেন, “আমরা মাঠে প্রথম মিনিট থেকে জেতার মানসিকতা নিয়ে খেলব। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করব না। গত বৃহস্পতিবারের থেকে এই ম্যাচটা আলাদা হবে।লেবাননের ৪-৫ জন ফুটবলার রয়েছে যাদের বিদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। ওরা খুব টেকনিক্যাল একটি দল, যাদের ভালো পাসিং রয়েছে। একটি দল হিসেবে, আমরা আগের ম্যাচে ভালো করেছি এবং আগামীকালও আমাদের তাই করতে হবে। ওরা আমাদের ওদের ব্যক্তিগত গুণ দিয়ে আঘাত করতে পারে, তাই ওদের গোলের সামনে আসতে দেওয়া যাবে না।”

স্টিমাচের সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন গোলরক্ষক অমরিন্দর সিং। আগামিকালের ম‍্যাচ নিয়ে অমরিন্দর বলেন, “যেহেতু আমি ওড়িশা এফসির ফুটবলার, আমার সমর্থকদের সামনে খেলাটা খুবই স্পেশ্যাল। সন্দেশ ঝিঙ্গান এবং আনোয়ার আলিকে সামনে পেয়ে খুব ভালো লাগছে, কারণ তারা আমায় অনেক আত্মবিশ্বাস যোগায়। গোলরক্ষক হিসেবে, যোগাযোগ অত্যন্ত জরুরি, আর ওদের সঙ্গে এটি করা খুব সহজ যেহেতু আমাদের অত বলতে হয় না। আমাদের খুব ভালো বোঝাপড়া রয়েছে। আগামিকালের ম‍্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। ট্রফি জয়ই লক্ষ‍্য আমাদের। ”

আরও পড়ুন:মেসিকে জড়িয়ে ধরে আটক এক সমর্থক, কী করল চিনের পুলিশ


 

 

Related articles

কোনওদিন কোনও অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি: কেন্দ্রকে নিশানা জয়ার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে চলছে বিশেষ সমাবেশ। শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বক্তব্য...

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...
Exit mobile version