Sunday, November 16, 2025

আমরা রাজ্যপালকে সম্মান করি, কিন্তু এক্তিয়ারের বাইরে যাচ্ছেন, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের

Date:

গতকালই ভাঙড় গিয়েছিলেন। আর আজ সমস্ত কর্মসূচি বাতিল করে দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তৃণমূল অবশ্য রাজ্যপালের এই হঠাৎ ‘সফর’ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি।

শনিবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ,  রাজ্যপালকে সম্মান করি, কিন্তু এক্তিয়ারের বাইরে যাচ্ছেন।বোস পদবি হলেই নেতাজি সুভাষ হওয়া যায় না। এটা মনে রাখতে হবে তাঁকে। বাম, কংগ্রেস, বিজেপির মিথ্যা অভিযোগে রাজ্যপাল ‘ধুনো দিচ্ছেন’ বলেও অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র  বলেন, এত বড় নির্বাচন, এত বুথ। সেখানে এই গোলমাল করছে কারা? আইএসএফ, বিজেপি আর বিরোধীরা। সেখানে রাজ্যপাল এমন বিবৃতি দিচ্ছেন যেন তৃণমূল করছে সব। পাশের রাজ্য মণিপুর দেখেছেন? উপনিষদের মতো বাণী দিলে হবে? তাঁর স্পষ্ট বক্তব্য, ”৯৯.৯৯ শতাংশ এলাকায় শান্তিপূর্ণ কাজ হচ্ছে। অবাধে বিরোধীরা মনোনয়ন দিয়েছেন। রাজ্যপালের উচিত ৬০,৯০০ উপর বুথ। আমাদের ছেলেরা মারা যাচ্ছেন। রাজ্যপাল উসকানি দিচ্ছেন। আগুনে ঘি ঢেলেছেন। দিল্লির দূত হিসাবে দিল্লির প্রচারক হিসাবে কাজ করছেন।

কিন্তু সেই সমস্ত কর্মসূচি বাতিল করেই ক্যানিং যান তিনি৷ বেলা তিনটের পর রাজ ভবন থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল৷এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলবেন রাজ্যপাল। বৈঠক করেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।হাসপাতাল মোড়ে থামে রাজ্যপালের কনভয়। সেখানে স্থানীয় মানুষ সরাসরি রাজ্যপালের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।এদিন ক্যানিংয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও রাজ্যপাল কথা বলেন।ক্যানিংয়ে পৌঁছেই সেচ দফতরের একটি ভবনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বিরোধী প্রার্থীরা রাজ্যপালের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন।যদিও বিডিও অফিসে তাদের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন বলে জানানো হয়।

এদিন ক্যানিংয়ে রাজ্যপাল বলেন, কোনও হিংসা বরদাস্ত করব না। তিনি বলেন, গণতন্ত্রে ভয়ের কোনও জায়গা নেই।দুর্ভাগ্যজনকভাবে রাজনীতিতে বাহুবলের অপব্যবহার হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে কোনও মূল্যে আদালতের নির্দেশ পালন করা হবে।

 

 

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version