Monday, August 25, 2025

সওকতের সঙ্গেই ভাঙড়ের দায়িত্বে সব্যসাচী, আদিবাসী সেলের দায়িত্বে বীরবাহা

Date:

পঞ্চায়েত ভোটে(Panchayat election) প্রার্থী বাছাই নিয়ে যাতে দলের অন্দরে কোনও দ্বিমত না থাকে, তার জন্য তৃণমূলে(TMC) নবজোয়ার যাত্রায় গোপন ব্যালটে ভোটাভুটি চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেখান থেকেই উঠে এসেছে দলের অন্তরে চলতে থাকা সমস্যাগুলি। শনিবার সেই সকল সমস্যার বিষয়গুলি উত্থাপিত হল তৃণমূলের দলীয় বৈঠকে। সমস্যা সমাধানের পথ বাতলে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি দলের দায়িত্বে আনা হলো আরও বেশ কয়েকজন নেতৃত্বকে। আদিবাসী সেলের দায়িত্বে আনা হলো তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে। একই সঙ্গে সওকতের পাশাপাশি ভাঙড়ের দায়িত্ব পেলেন সব্যসাচী দত্ত।

ভাঙড়ে দলের সংগঠনকে শক্ত করতে সম্প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে সওকত মোল্লাকে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে রক্তাক্ত হয়েছে এই অঞ্চল। সংঘর্ষে প্রাণ গিয়েছে দুই তৃণমূল কর্মী এবং এক ISF কর্মী। এই ইস্যু উঠে আসে কালীঘাটের দলীয় বৈঠকে। সূত্রের খবর, এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভাঙড়ের আইনশৃঙ্খলা বিষয়টি প্রশাসন দেখছে। তিনি নিজে সব কিছুর রিপোর্ট নেবেন। পাশাপাশি দলের তরফে জানানো হয়, ভাঙড়ে পঞ্চায়েত ভোট সামলাতে সওকতের সঙ্গে প্রাক্তন বিধায়ক সব্যসাচীও দায়িত্বে থাকবেন। এছাড়াও এই দিনের বৈঠকে বিধায়ক বীরবাহার দায়িত্ব বাড়িয়েছেন দলনেত্রী। তৃণমূলের আদিবাসী সেল দেখতে বলা হয়েছে তাঁকে।

এছাড়াও তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়ানো প্রার্থীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের উদ্দেশ্যে তার বার্তা এখনই যদি মনোনয়ন প্রত্যাহার না করা হয় সেক্ষেত্রে দলে ফেরার সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হবে। এদিন সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রীর এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট! RBI ভল্ট থেকে উধাও ৮৮ হাজার কোটির ৫০০ টাকার নোট

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version