Monday, November 10, 2025

যোগী রাজ্যে ‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম যুবককে নৃ*শংস অ*ত্যাচার, মুহূর্তে ভাইরাল ভিডিও

Date:

‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল যোগী রাজ্যে!জানা গিয়েছে, নিগৃহীত যুবকের বিরুদ্ধে প্রছমে মোবাইল চুরির অভিযোগ আনা হয়। এরপর নৃশংস অত্যাচার চালায় দুষ্কৃতীরা।এলোপাথাড়ি চড়-ঘুষি-লাথি।সেই অত্যাচারের ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেই ভিডিও মূহূর্তে ভাইরাল হয়। নিগৃহীতের পরিবার থানায় অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের পরেও নিষ্ক্রিয় ছিল পুলিশ।অভিযোগ, পুলিশ উল্টে হেনস্তা করে ওই যুবককে। দিন দুই পরে অ্যাসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সক্রিয়তায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।

গত ১৩ জুনের ওই ঘটনায় উত্তরপ্রদেশের বুলন্দশহরে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, গ্রামে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সাহিল। সেখানে হঠাৎই হাজির হন তিন যুবক। অভিযোগ, তারা ওই মুসলিম যুবককে জোর করে বাইকে তুলে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে মোবাইল চুরির অভিযোগ এনে তাঁকে একের পর এক প্রশ্ন করা হয়। যদিও সাহিল জানান, মোবাইল চুরির বিষয়ে তিনি কিছুই জানেন না। উত্তর পছন্দ না হওয়ায় সাহিলকে গাছের সঙ্গে বেধে বেধড়ক মারধর করে তিন যুবক।এরপর যুবকের মাথা মুড়িয়ে দেওয়া হয়। এরপর তাঁকে “জয় শ্রী রাম” বলতে বাধ্য করে ওই তিনজন।

নির্মম অত্যাচারের সেই ভিডিও তিন দুষ্কৃতী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভাইরাল হওয়া ভিডিওটিতে নেটিজেনদের একাংশকে ঘটনার তীব্র নিন্দা করতে দেখা যায়। দুষ্কৃতীদের হাত থেকে ছাড়া পেয়ে থানায় অভিযোগ দায়ের করতে যান নিগৃহীত যুবক।কিন্তু সুরাহা দূরঅস্ত, উল্টে অভিযোগকারীকেই হেনস্তা করা হয়।

সাহিলের অভিযোগ, মোবাইল চুরির কেস দিয়ে তাঁকেই গ্রেফতার করে পুলিশ। সাহিলের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের ভয় দেখায়। অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। এরপর ১৭ জুন অ্যাসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন।প্রমাণ হিসেবে নিগ্রহের ভিডিও দাখিল করা হয। এরপরেই ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। তৃতীয় অভিযুক্তের সন্ধান এখনও পাওয়া যায়নি।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version