Thursday, August 28, 2025

চক্রান্ত করে খু.নের অভিযোগ! ভাঙড়ে নি.হত কর্মীর পরিবারের পাশে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই নির্ধারিত হবে বাংলার পঞ্চায়েত (Panchayat) কার দখলে থাকবে। ইতিমধ্যে নির্বাচনের (Election) দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। পাশাপাশি মনোনয়ন (Nomination) জমা দেওয়ার কাজও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তবে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। প্রাণহানি হয়েছে দুই তৃণমূল কর্মীর (TMC Worker)। আর রবিবার নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। এদিন স্বজনহারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। তবে তৃণমূলের অভিযোগ, দুই কর্মী খুনের নেপথ্যে রয়েছে বিরোধীরা। তারাই চক্রান্ত করে দলের দু’জনকে খুন করেছে।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বোমাবাজি ও গুলি চালানোর পাশাপাশি একের পর এক দোকান, বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। পাশাপাশি বিডিও’র কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়। আর তার জেরেই প্রাণ হারান তৃণমূল কর্মী রাজু নস্কর (Taju Naskar)। রবিবার সকালেই ভাঙড়ের হাটগাছিতে নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, যুব তৃণমূল রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লা। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি, ভাঙড়ে দুই তৃণমূল কর্মী খুনের নেপথ্যে রয়েছে বিরোধীরা। তারাই চক্রান্ত করে দু’জনকে খুন করেছে। একই সুর শোনা যায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের গলায়। এদিন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শান্তিরক্ষার আর্জি জানান তিনি।

অন্যদিকে, ভাঙড়ে লাগাতার অশান্তির জেরে বাড়ানো হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার (Saokat Molla) নিরাপত্তা। তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।

 

 

 

Related articles

নিম্নচাপের শক্তি বাড়তেই দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি

আশঙ্কা সত্যি করে বঙ্গোপসাগরে শক্তি বাড়ালো নিম্নচাপ। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও...

বিধানসভা ভোটের আগে পাক জঙ্গি সংগঠনের হামলার ছক, বিহার জুড়ে চরম সতর্কতা জারি

দুয়ারে বিহার বিধানসভা ভোট(Bihar Election)। জোর কদমে চলছে শাসক বিরোধী দলের প্রচার। ভোটের মুখে বিহারে জঙ্গি হামলার ছক।...

ছাব্বিশে আরও সিট বাড়বে তৃণমূলের, ৫০ পেরোবে না বিজেপি: সমাবেশ থেকে দাবি মমতা-অভিষেকের

আগামী বছরই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে তৃণমূলের (TMC) আসন...

পারিবারিক রাজনীতি? জয় শাহ কী করে আইসিসি চেয়ারম্যান?

মেয়ো রোডে টিএমসিপির(TMCP) প্রতিষ্ঠা দিবসে সভা থেকে পারিবারিক রাজনীতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে একহাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।...
Exit mobile version