Monday, November 3, 2025

দুই দেশের মধ্যে হামলা থামার কোনও লক্ষণ নেই। আর এমন আবহে ফের বিস্ফোরক অভিযোগ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia President Vladimir Putin)। সম্প্রতি, আফ্রিকান দেশগুলির সঙ্গে একটি সম্মেলনে যোগ দেন পুতিন। সেখানে তিনি দাবি করেন, দু’দেশের যুদ্ধ চলাকালীন রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি করেছিল ইউক্রেন (Ukraine)। তবে যাবতীয় নথিপত্রে সই করার পরই সেই চুক্তিপত্র আবর্জনার মধ্যে ফেলে দেন ইউক্রেনের আধিকারিকরা।

শনিবার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান দেশগুলির প্রধানদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, মিশর, জাম্বিয়া, উগান্ডা, কঙ্গো রিপাবলিক ও কমোরো আইল্যান্ডের প্রধানরা। আর সেই বৈঠকেই এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করলেন পুতিন। যদিও পুতিনের মন্তব্যের এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ইউক্রেন। পুতিন আরও জানিয়েছেন, দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই দু’পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের কথা জানায় তুরস্ক। পরে শান্তি ফেরানোর উদ্দেশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ইস্তানবুলে একটি বৈঠক হয়। পুতিনের দাবি, সেই বৈঠকেই শান্তিচুক্তি সই করে দুই দেশ। ভবিষ্যতে দুই দেশ একে অপরের বিরুদ্ধে কোনওরকম অস্ত্র ব্যবহার করবে না ও নিরাপত্তার সমস্ত বিষয় নিশ্চিত করবে- এই দুটি ছিল চুক্তির মূল কথা। পুতিনের দাবি, দুই দেশের প্রতিনিধিরাই এই চুক্তিতে সই করলেও কথা রাখেনি ইউক্রেন।

এরপরই পুতিনের অভিযোগ, চুক্তিপত্রে সই করার পরেই এই চুক্তিপত্র আবর্জনার মধ্যে ফেলে দেন ইউক্রেনের প্রতিনিধিরা। তবে কেন এমন আচরণ ইউক্রেনের তা অবশ্য খোলসা করে বলেননি পুতিন। তবে পুতিনকে প্রশ্ন করা হয় ২০২২ সালের ঘটনা প্রকাশ করতে রুশ প্রেসিডেন্ট কেন এতদিন সময় নিলেন? এর উত্তরে পুতিন বলেন, ইউক্রেন এই ঘটনাটা প্রকাশ করতে চায়নি। কিন্তু রাশিয়াও কথা দেয়নি যে এই ঘটনা প্রকাশ্যে আসবে না। এই কথা বলে চুক্তিপত্রের একটি খসড়াও দেখান পুতিন। যেখানে ইউক্রেনের প্রতিনিধির সই রয়েছে।

 

 

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version