Friday, August 22, 2025

‘শূন্য’র ধুতি-পাঞ্জাবিতে সেজে ‘মডেল’ বিচারপতি গঙ্গোপাধ্যায়! তীব্র ক.টাক্ষ তৃণমূলের

Date:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়- বারবার তাঁকে ঘিরে বিতর্ক। শাসকদল অনেকবারই তাঁকে নিশানা করেছে। তবে, এবার ‘মডেলিং’ করে সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল ফেলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ধুতি-পাঞ্জাবি পরে একেবার বাঙালি সাজে অবতীর্ণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তবে, এই নিয়ে প্রবল কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

বুটিক ‘শূন্য’-এর বিজ্ঞাপনে দেখা যায় ধুতি-পাঞ্জাবিতে সেজে হাজির বিচারপতি গঙ্গোপাধ্যায়। অফহোয়াট ডিজাইনার পঞ্জাবির সঙ্গে লাল পেড়ে অফ হোয়াইট ধুতি। কাঁধে কাজ করা চাদর। সোনালি ফ্রেমের চশমা চোখে কোঁচা হাতে পোজ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিভিন্ন সময় তাঁর রায় নিয়ে চর্চা হয়েছে। এজলাসে বসে তাঁর মন্তব্য নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছে শাসকদল। সাম্প্রতিক ঘটনা নিয়ে নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়া নিয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই সময় বিচারপতি একটি রায়ের উল্লেখ করে তাঁর কাজের সমর্থনে যুক্তি দেন। এবার তাঁর বিজ্ঞাপনী মডেল হওয়া বিষয় নিয়ে সেই কথা উল্লেখ করেন তীব্র কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন,
“বেঙ্গালুরু প্রোটোকলে আছে বিচারপতি তার বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না। কিন্তু বিচারপতি যে ময়ূরপুচ্ছ ধুতি-পাঞ্জাবী-শাল গায়ে জড়িয়ে মডেল হতে পারবেন না এটা নিশ্চিতভাবেই সেই প্রোটোকলে বলা নেই। সম্ভবত ওই প্রোটোকল যারা তৈরি করেছিলেন তারাও কোনোদিন ভাবতে পারেন নি যে কোনো বিচারপতি শেষে বিজ্ঞাপনের মডেল হবেন । বিশেষ দ্রষ্টব্য:- যে ব্রাণ্ডটির বিজ্ঞাপন করেছেন, সেই বুটিকটির নামও শূন্য। কি কিউট, তাই না”।

শুধু বিজ্ঞাপনী মডেলই নয়, শূন্য নিয়েও তীব্র খোঁচা দেয় তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও এই বিষয় নিয়ে টিপ্পনি করেন। বরাবরা বাম ভাবপন্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি টুইটে লেখেন, ”অপূর্ব। বিচারপতিরা আর কী কী করেন দেখি। জলি এল এল বির বিচারক সৌরভ শুক্লা যেন মেয়ের জন্য কোন ব্র্যান্ড খুঁজছিলেন…শূন্য শব্দটিও ভাল। শূন্যদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর…. কারা যেন শূন্য??”

একধাপ এগিয়ে তৃণমূলের আইটি সেলে ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বিজ্ঞাপনটি পোস্ট করে লেখেন, ”Rupa frontline এর বিজ্ঞাপনেও দেখতে চাই…।”

তবে, শুধু রাজনৈতিক নেতারাই নন। এই নিয়ে মন্তব্য করেছেন নেটিজেনরাও। প্রশংসার পাশাপাশি সবারই প্রশ্ন, একজন বিচারপতি কি এই বিজ্ঞাপনী মডেল হতে পারেন! তবে, এর শোরগোলের মধ্যে ‘শূন্য’ বুটিকের তরফে দাবি করা হয়েছে, এটা কোনও বিজ্ঞাপনী প্রচার নয়। অন্য ক্রেতাদের মতোই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের কালেকশন থেকে এই সেটটি কিনেছিলেন। তিনি নিজেই এটি পরার পর শূন্য-এর সৃষ্টির প্রশংসা করেন এবং এই ছবিটি পাঠান। তাঁর অনুমতি নিয়েই তারা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুন- ৩০ মিনিটে ১২ কেজির সিঙ্গাড়া খেলেই নগদ ৭১ হাজারের জ্যাকপট, কোথায় পাবেন? জানুন

 

 

Related articles

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...
Exit mobile version