বারুইপুরে আচমকাই ভে.ঙে পড়ল ব্রিজ! আ.হত কমপক্ষে ৩

প্রতীকী ছবি

সপ্তাহের প্রথম দিনেই অঘটন। সোমবার দুপুরে বারুইপুরে (Baruipur) আচমকাই ভেঙে পড়ল ব্রিজ (Bridge)। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজটি দিয়ে যাতায়াত করতে আগেই নিষেধ করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই অনেক যাতায়াত করতেন। আর এদিন আচমকাই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে ঠিক কোন কারণে ভাঙল সেতু, তা জানতে শুরু হয়েছে তদন্ত। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এদিনের দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন বন্ধ হয়ে পড়ে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন পথচলতি সাধারণ মানুষ।