Monday, August 25, 2025

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং তথা ‘RAW’-এর প্রধান হলেন রবি সিনহা (Ravi Sinha)। ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার সৌমেন মিত্রর ব্যাচমেট। অত্যন্ত দুঁদে অফিসের বলে পরিচিত রবি সিনহা ছত্তিশগঢ়ে মাওবাদী সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন। সেই সময় তিনি ছিলেন সেখানকার ডিজি। তাঁর আরেকটা পরিচয় তিনি পাকিস্তান বিশেষজ্ঞ। কাশ্মীর-সহ পঞ্জাব প্রদেশটা হাতের তালুর মতো চেনেন তিনি।

২০০২ থেকেই বিভিন্ন গোয়েন্দা দায়িত্বে ডেপুটেশনে ছিলেন রবি সিনহা। পরে ক্যাবিনেট সচিবালয়ের স্পেশাল সেক্রেটারি করা হয়। সোমবার, তাঁকেই RAW-এর প্রধান হিসাবে নিয়োগ করল স্বরাষ্ট্র মন্ত্রক। রবি হলেন RAW-এর সচিব। এতদিন সেই পদে ছিলেন ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস সামন্ত গোয়েল। ৩০ জুন তাঁর মেয়াদ শেষ হচ্ছে।

আইপিএস মহলে অত্যন্ত দক্ষ অফিসার বলে পরিচিত রবি সিনহা। জম্মু ও কাশ্মীরকে নিজের হাতের তালুর মতোই চেনেন সিনহা। পঞ্জাব নিয়েও কাজ করেছেন। সম্প্রতি খলিস্তানিদের কার্যকলাপ চিন্তার ভাঁজ ফেলেছে নয়াদিল্লির কপালে। দেশের বাইরে বিভিন্ন জায়গায় দিন দিন বেড়ে উঠছে খালিস্তানিদের দৌরাত্ম্য। সম্প্রতি ইন্দিরা গান্ধীর মৃত্যু নিয়ে কানাডায় ট্যাবলো বের করে তারা। বিষয়টাকে মোটেই হালকা ভাবে দেখতে রাজি নয় মোদি সরকার। সেই কারণেই এবার RAW-এর দায়িত্ব গেল রবির হাতে। পঞ্জাবকে চেনার পাশাপাশি পাকিস্তান বিশেষজ্ঞ বলেও নাম আছে রবি সিনহার। সবমিলিয়ে তাঁর দায়িত্বপ্রাপ্তিতে আশার আলো দেখছে স্বরাষ্ট্রমন্ত্রক।

 

 

 

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version