Tuesday, November 4, 2025

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং তথা ‘RAW’-এর প্রধান হলেন রবি সিনহা (Ravi Sinha)। ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার সৌমেন মিত্রর ব্যাচমেট। অত্যন্ত দুঁদে অফিসের বলে পরিচিত রবি সিনহা ছত্তিশগঢ়ে মাওবাদী সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন। সেই সময় তিনি ছিলেন সেখানকার ডিজি। তাঁর আরেকটা পরিচয় তিনি পাকিস্তান বিশেষজ্ঞ। কাশ্মীর-সহ পঞ্জাব প্রদেশটা হাতের তালুর মতো চেনেন তিনি।

২০০২ থেকেই বিভিন্ন গোয়েন্দা দায়িত্বে ডেপুটেশনে ছিলেন রবি সিনহা। পরে ক্যাবিনেট সচিবালয়ের স্পেশাল সেক্রেটারি করা হয়। সোমবার, তাঁকেই RAW-এর প্রধান হিসাবে নিয়োগ করল স্বরাষ্ট্র মন্ত্রক। রবি হলেন RAW-এর সচিব। এতদিন সেই পদে ছিলেন ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস সামন্ত গোয়েল। ৩০ জুন তাঁর মেয়াদ শেষ হচ্ছে।

আইপিএস মহলে অত্যন্ত দক্ষ অফিসার বলে পরিচিত রবি সিনহা। জম্মু ও কাশ্মীরকে নিজের হাতের তালুর মতোই চেনেন সিনহা। পঞ্জাব নিয়েও কাজ করেছেন। সম্প্রতি খলিস্তানিদের কার্যকলাপ চিন্তার ভাঁজ ফেলেছে নয়াদিল্লির কপালে। দেশের বাইরে বিভিন্ন জায়গায় দিন দিন বেড়ে উঠছে খালিস্তানিদের দৌরাত্ম্য। সম্প্রতি ইন্দিরা গান্ধীর মৃত্যু নিয়ে কানাডায় ট্যাবলো বের করে তারা। বিষয়টাকে মোটেই হালকা ভাবে দেখতে রাজি নয় মোদি সরকার। সেই কারণেই এবার RAW-এর দায়িত্ব গেল রবির হাতে। পঞ্জাবকে চেনার পাশাপাশি পাকিস্তান বিশেষজ্ঞ বলেও নাম আছে রবি সিনহার। সবমিলিয়ে তাঁর দায়িত্বপ্রাপ্তিতে আশার আলো দেখছে স্বরাষ্ট্রমন্ত্রক।

 

 

 

Related articles

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...

ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ! দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে

দিঘার জগন্নাথ ‘ধাম’ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়...
Exit mobile version