সুপ্রিম কোর্টে ভর্ৎসিত মুন্ডিত মস্তক আইনজীবী তথা স্বঘোষিত কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। জানা গিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় বিচারপতির এজলাসে যে ভঙ্গিমায় কৌস্তুভ বাগচী কথা বলছিলেন, তা আদালতের নিয়ম-বিধি ও শিষ্টাচার বিরোধী । সঙ্গে সঙ্গে বিচারপতি বিষয়টি নজর করেন। আদালতের বক্তব্য, এভাবে কোনো আইনজীবী বিচারপতির সামনে তার বক্তব্য রাখতে পারেন না। তাঁকে বক্তব্য রাখতে গেলে আদালতের নির্দিষ্ট নিয়ম এবং শিষ্টাচার মেনেই তা পেশ করতে হবে।
এরপরই বিচারপতি ওই আইনজীবকে রীতিমতো ভর্ৎসনা করেন বলে জানা গিয়েছে। বিচারপতি আইনজীবীকে সতর্ক করে দিয়ে জানিয়ে দেন ভবিষ্যতে নিয়ম না মানলে তাকে আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
