Sunday, November 9, 2025

এসেছে আষাঢ়, তবে সেইভাবে দেখা মেলেনি বৃষ্টির (Rain)। রাজ্যজুড়ে এখনও প্যাচ প্যাচে গরম। আর সেই গরমে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। বাড়ছে অসুস্থ হওয়ার ঘটনাও। তবে এবার স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়, অবশেষে দেখা দিতে চলেছে বৃষ্টি। সপ্তাহের মাঝামাঝি সময় অর্থাৎ বুধবার থেকে জেলায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব বর্ধমান, হুগলী, নদীয়া, উত্তর ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এরই সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। একই সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা ও হাওড়ায়। এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সবাইকে সাবধান থাকতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের (North Bengal) তিন জেলার জন্য লাল সর্তকতা জারি করেছে। বলা হয়েছে এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হবে।

তবে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। রথযাত্রার আগে প্রতিবছর বৃষ্টির সম্ভাবনা থাকে। তবে আষাঢ় মাস শুরু হলেও তেমন বৃষ্টি নেই জেলা জুড়ে। তবুও সোমবারের বৃষ্টিতে কিছুটা হলেও ক্ষতে প্রলেপ পড়েছে রাজ্যবাসীর। তাও ভ্যাপসা গরম অব্যাহত। অন্যদিকে, হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করবে রাজ্যে। ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যার ফলে অনুকূল অবস্থা থাকবে জেলাজুড়ে। সোমবার থেকে ছিটেফোঁটা বৃষ্টি হলেও জেলা জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী রয়েছে।

পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বিকাল থেকে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হওয়ার কারণে জেলায় জেলায় অস্বস্তি অব্যাহত। কিন্তু বুধ কিংবা বৃহস্পতিবার নাগাদ রাজ্যে বর্ষা প্রবেশ করার পর তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version