মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব। তবে ভাঙড় এবং ক্যানিং দফায় দফায় সংঘর্ষ হয় প্রাণ হারান তিনজন। ক্যানিং, ভাঙড় ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Shaokat Molla) নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে নবান্নে (Nabanna) প্রশাসনিক সূত্রে খবর।

পঞ্চায়েত ভোটের আগে শনিবার তৃণমূলের (TMC) মেগা বৈঠক হয় কালীঘাটে। সেখানেই সিদ্ধান্ত হয়, ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব থাকছে শওকত মোল্লার উপর। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে থাকছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। দায়িত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ানো হল শওকত মোল্লার নিরাপত্তাও।

অন্যদিকে ভাঙড়ের ইন্ডিয়ান সেক্যুলার ফন্ট-এর বিধায়ক নওশাদ সিদ্দিক কেন্দ্রীয় সরকারের কাছে নিজের নিরাপত্তার জন্য আবেদন করেছেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছেন নওশাদ।
