Thursday, November 6, 2025

বাধাপ্রাপ্তদের মনোনয়নে কি অতিরিক্ত সময় দেওয়া সম্ভব? কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট

Date:

জুলাইয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই গত ১৫ জুন শেষ হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। স্ক্রুটিনিও শেষ। এবার শুরু হবে মনোনয়ন প্রত্যাহারের কাজ। তবে মনোনয়ন নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি।

প্রসঙ্গত, বীরভূমের সাঁইথিয়ার আমোদপুরে বিডিও অফিসের সামনে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মনোনয়নে বাধা পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। সোমবার এই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সাঁইথিয়ায় মনোনয়নে বাধাপ্রাপ্তদের জন্য অতিরিক্ত সময় দেওয়া যায় কি না, তা কমিশনের কাছেই জানতে চাইলেন বিচারপতি সিনহা।

শুনানি চলকালীন বিচারপতি সিনহা মামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘ইতিমধ্যেই মনোনয়ন জমা ও স্ক্রুটিনির দিন পেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত এই সময়সীমার মধ্যে কোনও হস্তক্ষেপ করা হয়নি। ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার যদি প্রকৃত ইচ্ছেই থেকে থাকে, কবে কেন মামলাকারীরা শেষদিন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন?’

রাজ্যের তরফে সওয়াল করা হয়, যিনি মামলা করেছেন, তিনি কোনও প্রার্থী নন। এটি কোনও জন স্বার্থ মামলা নয়। নঈমুদ্দিন শেখ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। তিনি INSAF সর্বভারতীয় সভাপতি। অন্যদিকে কমিশনের আইনজীবী বলেন, শিক্ষাবন্ধু-সহ আরও কিছু প্রার্থীদের জন্য সময় বাড়ানো হয়েছিল। মনোনয়ন প্রত্যাহারের সময় এসে গিয়েছে। স্ক্রুটিনি শেষ। এখন কীভাবে সম্ভব?

উল্লেখ্য, বসিরহাটে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। বৃহস্পতিবার মনোনয়ন শেষ হলেও, শুক্রবার তাঁদের আদালত পুলিশি নিরাপত্তায় মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। ৬০ জন প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও শেষমেশ সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এখন এই নিয়ে আদালত কোনও রায় দেয় কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন- রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’! রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর, অনুষ্ঠান বাতিলের আশ্বাস বোসের

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version