তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর তার উপর যোগ হয়েছে CESC এলাকায় ঘন ঘন লোডশেডিং। এই নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। সোমবার, বৈঠক করে CESC-কে তীব্র ভর্ৎসনা করলেন বিদ্যুৎমন্ত্রী।

এই নিয়ে এক মাসের মধ্যে তৃতীয়বার সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন অরূপ বিশ্বাস। এদিন বিদ্যুৎ উন্নয়নভবনে উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও বিদ্যুৎ সচিব শান্তনু বসু। গত কয়েকদিন ধরেই সিইএসসির অধীনস্থ কলকাতা, দমদম, হাওড়া, শ্রীরামপুর, ব্যারাকপুর-সহ বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। যার জেরে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয় ওইসব এলাকায়। তীব্র সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে CESC তীব্র ভর্ৎসনা করলেন বিদ্যুৎমন্ত্রী। বলেন, “আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।” বিদ্যুৎ সংস্থাকে সতর্ক করে অরূপ বিশ্বাস জানান, “এরপর যেন কোনও অভিযোগ আমার কাছে বা আমার দফতরের কাছে না আসে।” CESC কর্তৃপক্ষকে টেকনিক্যাল টিম ও ম্যান পাওয়ার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। পাশাপাশি, যুদ্ধকালীন তৎপরতায় সমস্যার সমাধানের নির্দেশ দেন অরূপ বিশ্বাস।
