Friday, November 14, 2025

পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়-নিষ্ক্রিয় দুধরনের অভিযোগ নিয়ে হাই কোর্টে শান্তনু ঠাকুর!

Date:

ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) যাওয়া নিয়ে বিস্তর ঝামেলা করেন BJP সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তাঁর অনুগামীরা সেদিন ওই চত্বরে রীতিমতো তাণ্ডব চালায়। এর জেরে পদক্ষেপ করে পুলিশ। তাতে গোঁসা হওয়ায় পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সোমবার উচ্চ আদালতে অভিযোগ জানান তিনি। শান্তনুর অভিযোগ, মন্দিরের তরফে জানানো অভিযোগের কোনও পদক্ষেপ না করলেও কয়েকজন ভক্তের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার সেই মামলার শুনানির সম্ভাবনা।

১১ জুন অভিষেকের সফর ঘিরে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে তুলকালাম বাধান শান্তনুরা। অভিষেক পৌঁছনোর পরে এলাকা ছেড়ে কিছুক্ষণের জন্য গা ঢাকা দেন শান্তনু-অনুগামী বিজেপির কর্মীরা। গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন অভিষেক। প্রয়াত বড়মা বীণাপাণিদেবীর ঘরে শ্রদ্ধা জানান। বেরিয়ে অভিষেক জানান, ঠাকুরবাড়ি রাজনীতির জায়গা নয়। তাঁর কথায়, ‘‘আমি চাইলে ৫ মিনিট লাগবে। কিন্তু আমরা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও-তে বিশ্বাস করি না। পুজো দিতে এসেছিলাম। তিন মাস পর আবার আসব। দম থাকলে আটকে দেখিয়ো!’’ তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপি সাংসদের নিরাপত্তারক্ষীরা মন্দির চত্বরে ঢুকে তৃণমূলের কর্মী-সমর্থক এবং মতুয়াদের মারধর করেছেন। বনগাঁর পুলিশ সুপার জয়িতা বসু জানান, ‘‘শান্তনু ঠাকুর উস্কানিমূলক কথা বলছিলেন। অভিযুক্তদের ধরার চেষ্টা হলে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।’’ এবার পুলিশের বিরুদ্ধে কখনো নিষ্ক্রিয়তা কখনো অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন শান্তনু। রাজনৈতিক দলের মতে, মানুষের সমর্থন না পেয়ে আদালতকে আঁকড়ে ধরেই বঙ্গে বিজেপি অস্তিত্ব রক্ষার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন- বহড়ুতে বিদ্যুৎ থেকে বালুরঘাটে কাস্ট সার্টিফিকেট, নবজোয়ারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ অভিষেকের

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version