কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যে তোলপাড় হয়েছিল। ঘটনার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। গত বৃহস্পতিবার এই মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, “সিটকে তথ্য না দেওয়ার অভিযোগ দুর্ভাগ্যজনক।” এরপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। দায়ের হয় জোড়া মামলা।

আজ, সোমবার প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দুটি মামলার শুনানি হবে। আদালত সূত্রে খবর, অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনকে কেন্দ্র করে একটি মামলা এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার স্বরাষ্ট্রসচিবের থেকে রিপোর্ট চাওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় মামলাটি করা হয়েছে। দুটি মামলারই শুনানি তিনটের পর হওয়ার কথা।উল্লেখ্য, গত এপ্রিল মাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ।
রাজ্য-রাজনীতিতে তোলপাড় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। দেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের।
মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই চারজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়।
