Thursday, November 6, 2025

আইআইটি বম্বেকে প্রাক্তনীর শ্রদ্ধা, ৩১৫ কোটি টাকা দান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির

Date:

আইআইটি বম্বেকে ৩১৫ কোটি টাকা দান করলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। আইআইটি বম্বের প্রাক্তনী তিনি। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাঁর ভালবাসা থেকে এই বিপুল পরিমাণ অর্থ দান করেছেন এই প্রযুক্তি ধনকুবের।

এর আগেও যদিও আইআইটি বম্বেকে ৮৫ কোটি টাকা দান করেছিলেন নন্দন নিলেকানি। এবার আরও ৩১৫ কোটি টাকা দান করেছেন। সব মিলিয়ে নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে ৪০০ কোটি টাকার অনুদান দিলেন তিনি।

নন্দন নিলেকানি জানিয়েছেন, ‘আইআইটি-বম্বে আমার জীবনের একটি ভিত্তিপ্রস্তর। আমার গঠনমূলক বছরগুলিকে গড়ে দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এই দান শুধু একটি আর্থিক অবদান নয়। বরং তার চেয়েও বেশি। এটি আমার সেই জায়গার প্রতি শ্রদ্ধা, যেখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। সেই সঙ্গে সেই ছাত্রদের প্রতি আমার অবদান, যাঁরা আগামীকাল আমাদের পৃথিবীকে গড়ে তুলবে।’

এদিন আনুষ্ঠানিকভাবে বেঙ্গালুরুতে নন্দন নিলেকানি এবং প্রফেসর শুভাশিস চৌধুরী, আইআইটি বোম্বে-এর পরিচালক মৌ-স্বাক্ষর করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
এই অনুদানের মাধ্যমে আইআইটি বম্বেতে আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তুলতে, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির উদীয়মান ক্ষেত্রগুলিতে গবেষণা বাড়াতে এবং আইআইটি বম্বেতে প্রযুক্তিগত স্টার্টআপ ইকোসিস্টেমে জোয়ার আনতে বিনিয়োগ করা হবে। প্রাক্তনীর এই অনুদানে আপ্লুত এখানকার বর্তমান পড়ুয়ারা।

 

Related articles

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...
Exit mobile version