ভাঙড়ে মনোনয়ন জামার পর্বে অশান্তির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধেই। আবার তিনিই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অতিরিক্ত নিরাপত্তা চেয়ে। মঙ্গলবার ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddiqi) কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি বলেন, “রাজ্যের অনেক বিধায়কই নিরাপত্তা পেয়ে থাকেন। বর্তমান পরিস্থিতিতে ভাঙড়ের বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া প্রয়োজন”।
তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নওশাদ। সেই প্রেক্ষিতে দ্রুত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।