‘এখনই অবসর নয়’, বললেন সিআরসেভেন

এরপরই রোনাল্ডো আরও বলেন," ২০০তম ম্যাচে গোল করতে পারলে সেটা আমার জন্য একটা দুর্দান্ত ব্যাপার হবে।

অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে ২০০ তম ম‍্যাচ খেলার সামনে দাঁড়িয়ে সিআরসেভেন। আর এরই মধ‍্যে বিরাট ঘোষণা পর্তুগিজ সুপারস্টারের। এদিন এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, এখনই অবসর নিচ্ছি না। দেশের হয়ে খেলা এখনও স্বপ্নের।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে সিআরসেভেন বলেন,”পর্তুগালের হয়ে খেলার সুযোগ কখনও ছাড়ব না। কারণ, দেশের হয়ে খেলা এখনও আমার কাছে একটা স্বপ্ন। ২০০তম আন্তর্জাতিক ম্যাচ শুধু আরও একটা ম্যাচ নয়। দেশ এবং দলের প্রতি আমার ভালবাসার প্রতীক ২০০তম ম্যাচ।

এরপরই রোনাল্ডো আরও বলেন,” ২০০তম ম্যাচে গোল করতে পারলে সেটা আমার জন্য একটা দুর্দান্ত ব্যাপার হবে। যদিও আমি কোনও রেকর্ডের পিছনে ছুটছি না। দলের হয়ে সর্বোচ্চ স্তরে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আমার অনুপ্রেরণার অংশ এগুলো। তাই আমি খুশি। আমি কখনও ভাবিনি এমন কিছু হতে পারে।”

পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ১২২টি গোল করেছেন সিআরসেভেন।

আরও পড়ুন:পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে নাম প্রত‍্যাহার নাজম শেঠির


 

 

Previous articleগলছে বরফ, চরম বি.পদ সীমার মধ্যে দাঁড়িয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ!
Next articleট্রাক চালকদের কেবিনে এসি! ঘোষণা কেন্দ্রের