Friday, November 7, 2025

রাজস্থানে ম.র্মান্তিক পরিণতি দ.লিত তরুণীর! অ.ভিযুক্ত দুই পুলিশকর্মী সহ ৫ জনের বিরুদ্ধে দায়ের মামলা

Date:

রাজস্থানে (Rajasthan) এক দলিত তরুণীকে (Dalit Girl) ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুই উর্দিধারীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দুই পুলিশ কনস্টেবলকে (Police Constable) সাসপেন্ড (Suspend) করা হয়েছে। যদিও তাদের গ্রেফতার করা হয়নি। দলিত তরুণীকে অপহরণ করে গণধর্ষণ এবং খুনের ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুই পুলিশকর্মীও। তাঁদের সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি রাজস্থানের (Rajasthan) বিকানেরের। স্থানীয় সূত্রে খবর, ২০ বছর বয়সি ওই তরুণী কাছেই একটি গ্রামে থাকতেন। তিনি বিকানেরের খাজুওয়ালা এলাকায় কোচিংয়ের (Coaching) সূত্রে নিয়মিত যাতায়াত করতেন। সেই কোচিংয়ে পড়তে এসেই তিনি বিপদের মুখে পড়েন।

তবে রাজস্থানের আইজি ওম প্রকাশ জানিয়েছেন, খুন হওয়া তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ওই দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হবে এবং চাকরি থেকে বরখাস্ত করা হবে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত যুবককে চিহ্নিত করা গিয়েছে। অভিযোগ, সে গত ১৫ দিন ধরে তরুণীর উপর নজর রাখছিল। মঙ্গলবার সকালে তরুণী পড়তে গেলে ওই যুবকও সেখানে যায়। তাঁর সঙ্গে ছিলেন দু’জন পুলিশকর্মী। তাঁরা খাজুওয়ালা থানার কনস্টেবল। তিন জন মিলে কোচিং সেন্টার থেকে তরুণীকে অপহরণ করেন বলে অভিযোগ। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় যুবকের বাড়িতে। সেখানে গণধর্ষণের শিকার হন তরুণী। আর ধর্ষণের পর তাঁকে খুন করা হয়।

এদিকে তরুণীর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বাবা জানিয়েছেন, গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তরুণীর দেহ খাজুওয়ালার একটি সিনেমা হলের সামনে ফেলে রেখে গিয়েছে অভিযুক্তেরা। ওই তিন জন ছাড়া আরও দুই যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ মৃতের পরিবারের। ইতিমধ্যে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতের পরিবার মূল অভিযুক্ত-সহ বাকিদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version