Saturday, May 3, 2025

পঞ্চায়েতের টিকিট নিয়ে স্থানীয়দের বি.ক্ষোভ! চরম হে.নস্থা বিধায়কের স্বামীকে

Date:

টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে পঞ্চায়েতের টিকিট (Panchayat Election)। প্রতিবাদে বিধায়িকার স্বামীকে জামার কলার ধরে মারধরের অভিযোগ মহিলাদের বিরুদ্ধে। তৃণমূলের (TMC) প্রতীক দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দল প্রতীক পাঠায়নি। প্রতিবাদে জোড়াফুলের প্রতীক না পাওয়া মহিলা পঞ্চায়েত প্রার্থী ও তাঁর অনুগামীরা মারধর করলেন তৃণমূল বিধায়কের স্বামীকে। এমনকী তৃণমূল বিধায়কের স্বামীকে চরম হেনস্থা করে দলের মহিলারাই। রীতিমতো কলার ধরে মাটিতে বসিয়ে প্রতীক না মেলার জবাবদিহিও চাওয়া হয়। এই ঘটনায় অভিযোগের তির মহিলা প্রার্থী নার্গিস বেগম ও তার অনুগামীদের বিরুদ্ধে। এমনকী মারধরের সঙ্গে সঙ্গে তাঁর জামাও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার ৩ নং উদয়পুর অঞ্চলের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছিলে নার্গিস বেগম এবং পিউ বসাক। দুজনেই তৃণমূলের প্রতীকে মনোনয়ন জমা দিয়েছিলেন। এদিকে কুশমণ্ডির বিধায়ক রেখা রায় নার্গিস বেগমকে জানিয়েছিলেন, তিনি পঞ্চায়েত সমিতির টিকিট পাবেন। কিন্তু, শেষ মুহূর্তে অর্থাৎ মঙ্গলবার দুপুরে দেখা যায় দলীয় প্রতীক পাননি নার্গিস। এমনকী দলের তরফ থেকে তাঁকে মনোনয়নপত্র তুলে নিতে বলা হয়। এতেই দলের প্রতি ক্ষোভে ফেটে পড়েন নার্গিস বেগম এবং তাঁর অনুগামীরা। ব্লক অফিসের পাশেই একটি ফাঁকা জায়গায় বিধায়কের স্বামী নকুল রায়কে দেখতে পেয়ে তাঁর উপর চড়াও হয় নার্গিস ও তাঁর অনুগামীরা।

অভিযোগ, নকুল রায় ও ব্লক সভাপতি কেশব যোশীর কথায় এলাকার দলীয় যোগ্য কর্মীরা প্রার্থী হতে পারেনি। উলটে টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট পাইয়ে দিয়েছেন বিধায়কের স্বামী ও ব্লক সভাপতি। এই অভিযোগ সামনে আসতেই দলের মহিলারা এদিন বিধায়কের স্বামী নকুল রায়কে দেখতে পেয়ে তার ওপর চড়াও হন।

 

 

 

 

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version