Saturday, December 20, 2025

৬ জেলায় ২ কোম্পানি, ১৬ জেলায় ১ কোম্পানি, পঞ্চায়েতে মোতায়েন ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তৎপরতা শুরু করে রাজ্য নির্বাচন কমিশন।কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরে বাহিনীর আবেদন করে কমিশন, এরপর বিজ্ঞপ্তি জারি সংশ্লিষ্ট দফতর। ইতিমধ্যেই বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। যে বাহিনী এসেছে, তা স্পর্শকাতর এলাকার জন্য ব্যবহার করা হবে। শুরু হবে রুট মার্চ। সব জেলাশাসককে নির্দেশ কমিশনের। রাজ্যের সঙ্গে আরও বৈঠকের পর বাহিনী নিয়ে সিদ্ধান্ত কমিশনের।

কমিশন সূত্রে খবর, ৬টি জেলাকে চিহ্নিত করে সেখানে ২ কোম্পানি বাহিনীকে ভোটের কাজে লাগানো হবে। জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ ও পূর্ব মেদিনীপুর। যেখানে জেলা প্রতি ২ কোম্পানি করে বাহিনী দেওয়া হচ্ছে। আর বাকি ১৬ জেলায় এক কোম্পানি করে বাহিনী দেওয়া হবে। মোট ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে পঞ্চায়েত ভোটে।

প্রসঙ্গত, গতকাল পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে কেন্দ্রীয় মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন ও রাজ্য। কিন্তু নির্বাচন কমিশন এবং রাজ্যের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ নয়। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ নির্বাচন করাই কলকাতা হাইকোর্টের মূল উদ্দেশ্য, এমনটাই জানায় সুপ্রিমকোর্ট।

 


 

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...