Friday, January 30, 2026

বেনজির সাংবিধানিক সঙ্কট: গভীর রাতে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল!

Date:

Share post:

মনোনয়ন জমার কাজ শেষ। মনোনয়ন প্রত্যাহারের দিনও পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার গভীর রাতে বেনজির সাংবিধানিক সংকট তৈরি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার (Rajiv Sinha) জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব কে পালন করবেন? তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, সংবিধানে এভাবে রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দেওয়া যায় কি না সেটা নিয়েও!

শনিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু নির্বাচনের কাজে ব্যস্ত আছেন বলে চিঠি পাঠিয়ে দেন রাজীব। তবে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করেননি। তিনি না যাওয়াতেই এই পদক্ষেপ বলে রাজভবন সূত্রে খবর।হাইকোর্টের নির্দেশ মতো, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে রাজীব সিনহার বিরুদ্ধে। এই নিয়ে প্রবল সরগোল করেছে বিরোধীরা। বিশেষ করে বিজেপি নেতারা দুবেলা রাজভবনে দরবার করেছেন। এর পরেই অভূতপূর্ব এক সাংবিধানিক জটিলতা তৈরি করলেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্টে রাজ্যপালের স্বাক্ষর প্রয়োজন। সেই কারণেই রিপোর্ট পাঠিয়েছিল রাজভবনে রাজ্য সরকার। তা ফেরত পাঠালেন রাজ্যপাল। তাহলে কি রাজীব সিনহাকে অপসারণ করা হবে?

নিয়ম কী বলছে?
নিয়ম অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনার কে অপসারণ করতে হলে রাজ্যপালকে সেটা জানাতে হবে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি এ বিষয়ে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টকে নির্দেশ দেবেন। সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে অভিযোগের বিষয়ে তদন্ত করবে। সেই তদন্ত রিপোর্ট যাবে রাষ্ট্রপতির কাছে। সেটা দেখার পরে, যদি তিনি বিবেচনা করেন যে নির্বাচন কমিশনারকে অপসারিত করতে হবে, তাহলে তিনি সেটা জানাবেন রাজ্যপালকে।

এক্ষেত্রে বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সিভি আনন্দ বোস রাষ্ট্রপতিকে এ বিষয়ে কিছু জানান কি না বা পরবর্তী পদক্ষেপ রাজভবন কী করে সেটাই দেখার। পাশাপাশি, রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানোর পরে তিনি কি আদালতের দ্বারস্থ হবেন? ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনারের পদে রাজীবের সঙ্গে যুগ্মভাবে রাখা হয়েছে বনসালকে। এক্ষেত্রে পঞ্চায়েত ভোটের এখনকার কাজকর্ম তিনিই দেখবেন বলে মনে করা হচ্ছে। তবে সব মিলিয়ে রাজ্যে বেনজির সাংবিধানিক সঙ্কট দেখা দিল সেকথা বলাই যায়।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনী আসার আগেই ভোট নিরাপত্তায় ৬ কোম্পানি ‘বিশেষ বাহিনী’ নামাচ্ছে কমিশন

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...