Thursday, August 21, 2025

২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) পালনের প্রস্তাব পেশ করা হয়। প্রতিবছর ২১ জুন তারিখে বিশ্ব যোগ দিবস উদযাপিত হয়। এদিন সকাল থেকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতৃত্বদের (BJP Leaders) কার্যকলাপ চোখে পড়ার মতো। নবম আন্তর্জাতিক যোগ দিবসে (9th International Day of Yoga) হিমাচল প্রদেশের হামিরপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। বাদ যাননি উপরাষ্ট্রপতিও। রাজ্য থেকে দেশের সর্বত্রই বিজেপির বিভিন্ন নেতারা আন্তর্জাতিক যোগ দিবসে যোগাসনে মেতে উঠলেন। বাদ পড়ল না বিতর্কিত বন্দেভারত এক্সপ্রেসও (Vandebharat Express)।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউইয়র্কে রাষ্ট্রসংঘের কার্যালয় থেকে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (JP Nadda) গুরুগ্রামের তাউ দেবী লাল স্টেডিয়ামে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। করমণ্ডল এক্সপ্রেসের দুঃখ ভুলে কেন্দ্রীয় রেলমন্ত্রীও যোগদিবসে যোগ দিলেন। দুর্ঘটনার কিছুদিন পর থেকে তাঁকে খবরের শিরোনামে পাওয়া যাচ্ছিল না কিন্তু আজ দেখা মিলল। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, মীনাক্ষী লেখি থেকে শুরু করে স্মৃতি ইরানি, মনসুখ মাণ্ডব্য, লোকসভার স্পিকার ওম বিড়লা, মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রত্যেকেই যোগাসন অভ্যাস করলেন।

বাংলাতে বিশ্ব যোগ দিবস উপলক্ষে খড়্গপুরের ট্রাফিকে পতঞ্জলি যোগ সমিতির তরফ থেকে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়। সেখানে যোগদান করেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাঁকুড়া স্টেশন সংলগ্ন মাঠে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। দিঘার সমুদ্র সৈকতে প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে যোগাভ্যাসে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)।

তবে সবকিছুর মধ্যে নজর কেড়ে নিল বন্দেভারত এক্সপ্রেস। ট্রেনের মধ্যেই যোগ দিবস পালন।আজ সেই ছবিই ধরা পড়েছে ভোপাল-নয়াদিল্লিগামী বন্দেভারত এক্সপ্রেসে (Vandebharat Express)। ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যোগ দিবস পালন করা হয় মুম্বইয়ের একটি লোকাল ট্রেনেও।

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version