Saturday, August 23, 2025

সৌদি আরবে বসে মনোনয়ন জমার অভিযোগ! মিনাখাঁ মামলায় হাইকোর্টের ভ.র্ৎসনার মুখে প্রার্থী

Date:

সুদূর সৌদি আরবে (Saudi Arabia) বসেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) প্রার্থী (Candidate) হওয়ার অভিযোগ উঠল বসিরহাটের মইনুদ্দিন গাজির (Moinuddin Gazi) বিরুদ্ধে। মিনাখাঁর কুমারজোলর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল (TMC) প্রার্থী হিসাবে মনোনয়নপত্র (Nomination) জমা দিয়েছেন তিনি। তবে সৌদি আরবে বসে কীভাবে বাংলার ভোটযুদ্ধে অংশ নিলেন তিনি, এমন অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছে মইনুদ্দিনের বিরুদ্ধে। আর বৃহস্পতিবার মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) প্রশ্ন করেন, প্রার্থীকে আইন মেনে সই করতে হবে। এরপরই বিচারপতি প্রশ্ন করেন প্রার্থী কোথায়? পাশাপাশি, কীভাবে এই মনোনয়ন জমা পড়ল, তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন বিচারপতি সিনহা। শুক্রবার দুপুর দু’টোয় ফের এই মামলার শুনানি রয়েছে।

মিনাখাঁর কুমারজোলর গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে৷ তিনি সুদূর সৌদি আরব থেকেই মনোনয়ন জমা করেছেন বলে অভিযোগ৷ আর সেই অভিযোগ তুলে সিপিএমের তরফে মামলা দায়ের করার আবেদন করা হয় হাইকোর্টে৷ এরপরই জরুরি মামলার আবেদন মঞ্জুর করেন বিচারপতি অমৃতা সিনহা৷ অভিযোগে বলা হয়, যেদিন নোটিফিকেশন বের হয় ঠিক তার আগেই মইনুদ্দিন গাজী দেশ ছেড়ে চলে যান। হজ কমিটি থেকে পাওয়া তথ্য অনুসারে গত ৪ জুন সৌদি আরবে যান তিনি, ফিরবেন ১৬ জুলাই। আর সেকারণেই নমিনেশন পেপার সাবমিট করা তার পক্ষে কোনওভাবেই সম্ভব ছিল না। আর সেকারনেই এমন সিদ্ধান্ত নেন তিনি।

এদিন রাজ্যের পরিস্থিতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহা মামলার শুনানিতে প্রশ্ন তোলেন, সইটা প্রার্থীর লাগে কী? কিছু প্রার্থী মনোনয়নের কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। বাধাপ্রাপ্ত হচ্ছেন। আর কিছু প্রার্থী না গিয়েই মনোনয়ন দাখিল করছেন! এরপরই বিচারপতি নির্দেশ দেন সই আইন অনুযায়ী করতে হবে প্রার্থীকে। প্রার্থী কোথায়? স্ক্রুটিনি দরকার কী? অফিসাররা কী করছেন? পাশাপাশি কবে অভিযুক্ত প্রার্থীর মনোনয়ন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়েছে তা দ্রুত কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা৷ এছাড়াও অভিবাসন দফতরকে এদিন মামলায় পার্টি করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version