Sunday, May 4, 2025

সব জল্পনার অবসান। চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ী ম্যানচেস্টার সিটির অধিনায়ক জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দিচ্ছেন। চলতি মাসেই তাঁর সঙ্গে ম্যান সিটির চুক্তি শেষ হচ্ছে। আর তার পরেই ফ্রি বা মুক্ত খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি।
২০১৬ সালে পেপ গুয়ার্দিওয়ালা ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড থেকে গুন্দোয়ানকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছিলেন। যদিও শুরুর দিকে চোট-আঘাত তাকে ভালই ভুগিয়েছে।ফলে ক্লাবের হয়ে তেমন অবদান রাখতে পারেনি। কিন্ত গত কয়েক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন জার্মান মিডফিল্ডার। ম্যান সিটিতে কার্যত স্বর্ণযুগ কাটিয়েছেন গুন্দোয়ান। মোট ১৪টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জিতেছেন পাঁচ বার। সদ্য সমাপ্ত মরসুমে দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছিলেন। একাধিকবার দলের পরিত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছেন।
প্রসঙ্গত,সিটির জার্সি গায়ে গত সাত বছরে খেলেছেন ৩০০ ম্যাচ। গোল করেছেন ৬০টি। গত দুই মরসুমে সিটির নজরকাড়া সাফল্যের পিছনে দুর্দান্ত অবদান রেখেছিলেন জার্মান মিডফিল্ডার।অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে চলতি মরসুম ম্যান সিটিতে গুন্দোয়ানের শেষ বছর। সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
দীর্ঘ ১৮ বছর বাদে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি সের্হিও বুটসকেট। তাঁর জায়গাতে গুন্দোয়ানকে নিচ্ছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। জার্মান মিডফিল্ডারের সঙ্গে স্প্যানিশ ক্লাবটির তিন বছরের চুক্তি হচ্ছে। ইদানিং খারাপ সময় যাচ্ছে বার্সেলোনার।এখন দেখার, গুন্দোয়ানের যোগ দেওয়ার পরে স্প্যানিশ ক্লাবটির ভাগ্য বদলায় কিনা।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version