Sunday, August 24, 2025

যৌ.নতার টিপস নীনার, বিজয় তামান্নার খুল্লম.খুল্লা পর.কীয়ায় প্রকাশ্যে ‘লাস্ট স্টোরিজ ২’!

Date:

সবেমাত্র ট্রেলার মুক্তি পেয়েছে, ” পিকচার আভি বাকি হ্যায়”, কিন্তু তাতেই ঘাম ঝরছে দর্শকের। বর্ষীয়ান নীনা গুপ্তা (Neena Gupta) বিয়ের আগে ‘টেস্ট ড্রাইভের’ কথা বলছেন, বিবাহিত বিজয় (Vijay Varma) প্রাক্তন প্রেমিকা তামান্নাকে (Tamanna Bhatia) চুম্বনে ভরিয়ে দিচ্ছে। ‘লাস্ট স্টোরিজ ২’- এর (Lust Stories 2) ট্রেলার মুক্তি পেতেই যৌনতা আর প্রেমের যুগলবন্দি ঘাম ঝরাচ্ছে দর্শকের।

প্রথম সিজনের ‘ভাইব্রেটর’ এখনও যৌন সুড়সুড়ি দেয় দর্শকদের। সেই প্রত্যাশা থেকেই বড় চ্যালেঞ্জ নিয়ে দর্শকের কাছে ধরা দিল ‘লাস্ট স্টোরিজ ২’- এর ট্রেলার। শরীরী রসায়নের উষ্ণতায় স্বমহিমায় চর্চিত সিরিজ। হস্তমৈথুনের মতো বিতর্কিত দৃশ্য দেখিয়ে দর্শককে টানতে সম্পূর্ণ সফল প্রথম ভাগের পরিচালকরা। এবার গল্পে এলেন কাজল (Kajol)।ট্রেলার বলছে, অভিনেত্রীর স্বামী বাড়ির কাজের লোকের প্রতি দুর্বল। আবার অন্যদিকে প্রাক্তন প্রেমিকা তামন্নার সঙ্গে দেখা বিবাহিত বিজয় বর্মার। সেই সাক্ষাৎ মাঝে মাঝেই শরীরের জ্বালা মেটানোর অব্যর্থ ওষুধ হয়ে যাচ্ছে। তবে সবথেকে চর্চা নীনা গুপ্তাকে নিয়ে। ছবিতে তাঁর চরিত্র নাতনিকে বিয়ের আগেই ‘টেস্ট ড্রাইভ ‘ করার টিপস দিচ্ছেন।

 

গত সিরিজের মতো এখানেও চারটি গল্প আর চার পরিচালক। আর বালকি (R Balki) , কঙ্কনা সেনশর্মা (Kankana Sen Sharma), সুজয় ঘোষ (Sujoy Ghosh)এবং অমিত শর্মা(Amit Sharma)। ছবির সূত্রেই বাস্তবে কাছাকাছি এসেছেন বিজয় ও তামান্না। চলতি বছরে গোয়ায় সাগর পাড়ে এক পার্টিতে দু’জনকে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দি করেন জনৈক, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এখন প্রশ্ন অফস্ক্রিন জুটি যে অনস্ক্রিনে সাহসী দৃশ্য সহজেই করবেন তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু আগের সিজনের মতো ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তির পরে ঝড় তুলতে পারে কিনা সেটাই দেখার।

 

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version