শুক্রবারই বিজেপি-বিরোধী জোটের প্রথম বৈঠক। তার আগের দিন পাটনায় পৌঁছে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সাক্ষাতের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, একের বিরুদ্ধে এক লড়াই হবে। বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা সর্বসম্মতিতেই হবে জানান তৃণমূল সুপ্রিমো।
পরে সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে বেশ কিছুক্ষণ দুই মুখ্যমন্ত্রীর কথা হয়। মেগা বৈঠকের আগে তাঁদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।