Tuesday, November 11, 2025

একের বিরুদ্ধে একের লড়াই! জোটের বৈঠকে সিদ্ধান্ত হবে ঐক্যবদ্ধভাবেই: পাটনায় বার্তা মমতার

Date:

শুক্রবারই বিজেপি-বিরোধী জোটের প্রথম বৈঠক। তার আগের দিন পাটনায় পৌঁছে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সাক্ষাতের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, একের বিরুদ্ধে এক লড়াই হবে। বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা সর্বসম্মতিতেই হবে জানান তৃণমূল সুপ্রিমো।

পাখির চোখ ২০২৪-এ লোকসভা নির্বাচন। বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে আগেই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই শুক্রবার সেই বৈঠক হবে পাটনা। বৃহস্পতিবার, অভিষেক ও ফিরহাদকে নিয়ে পাটনা উড়ে যান মমতা। পৌঁছেই সোজা যান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের বাড়ি যান তৃণমূল সুপ্রিমো। সেখানে তাঁদের স্বাগত জানান লালুপত্নী তথা বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, লালুপুত্র তরুণ তুর্কি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। লালুপ্রসাদের শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন মমতা। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “একের বিরুদ্ধে এক লড়াই হবে। বিজেপি-বিরোধিতায় আমরা সকলে এককাট্টা হয়েই লড়ব। বাকি যা সিদ্ধান্ত কাল শুক্রবার আমাদের বৈঠকেই নেওয়া হবে।“ লালুপ্রসাদের সঙ্গে বহু পুরনো রাজনৈতিক সম্পর্কের কথা জানান মমতা। সংসদে তাঁর সঙ্গে পুরনো স্মৃতিচারণ করেন তৃণমূল নেত্রী। বলেন, লালুজি কিছুটা অসুস্থ ছিলেন। কিন্তু এখন বিজেপি-বিরোধী লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। ২৩ জুন বিজেপি-বিরোধী জোটের বৈঠক পাটনায়। লক্ষ্য ২০২৪-এর লোকসভা। বৈঠকের মধ্যমণি জোটের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই প্রয়াসে অনেক আগে থেকেই বিরোধিতার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, বৈঠককে সে সিদ্ধান্তই হোক না কেন, তা সর্বসম্মতভাবেই হবে।

পরে সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে বেশ কিছুক্ষণ দুই মুখ্যমন্ত্রীর কথা হয়। মেগা বৈঠকের আগে তাঁদের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version